Ajker Patrika

বুলডোজার দিয়ে ভাঙা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবের ম্যুরাল

খুবি প্রতিনিধি 
ভাঙা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবের ম্যুরাল। ছবি: সংগৃহীত
ভাঙা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবের ম্যুরাল। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় বুলডোজার দিয়ে ম্যুরালটি ভাঙা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবের ম্যুরালের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।’

ততক্ষণে ক্যাম্পাসে একটি বুলডোজার আনা হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙার কাজ শুরু হয়। তবে রাতে একটি বুলডোজার দিয়ে ম্যুরালটি পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। এরপর ভাঙার কাজ স্থগিত রাখা হয়। তবে আজকের মধ্যে এটি পুরোপুরি ভাঙা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মুজিববাদের কোনো চিহ্ন থাকতে পারবে না। মুজিবের ম্যুরাল ক্যাম্পাসে থাকলে আমাদের শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না।’

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ২২ ডিসেম্বর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বেদিসহ ৩৮ ফুট উঁচু ও ৪৩ ফুট বিস্তৃত শেখ মুজিবের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ স্থাপন করা হয়। এ ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত