Ajker Patrika

এক নবীনকে সিটে তোলা নিয়ে রাতভর ছাত্রলীগের হট্টগোল

ইবি প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ২১: ৪৭
এক নবীনকে সিটে তোলা নিয়ে রাতভর ছাত্রলীগের হট্টগোল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে এক নবীনকে সিটে তোলা নিয়ে রাতভর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় হট্টগোল হাতাহাতি হয়। বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। হলের ৪০৩ নম্বর কক্ষকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

জানা যায়, ওই কক্ষের বৈধ দুই শিক্ষার্থী বাইরে অবস্থান করায় সেখানে এক নবীন শিক্ষার্থীকে তুলতে চান ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান। অন্যদিকে সে কক্ষে আগে থেকেই থাকেন ছাত্রলীগকর্মী অর্থনীতি বিভাগের শাকিল। তিনি ওই সিটে দুজন অতিথি রেখেছিলেন। তাঁরাও শিক্ষার্থী।

শনিবার রাত ১১টায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজ ওই কক্ষে অতিথি হিসেবে থাকা শিক্ষার্থীদের বের করে দিতে চাইলে প্রতিবাদ করেন শাকিল। এ নিয়ে কক্ষের সামনে কিছুক্ষণ হট্টগোল হয়। শাকিল পরে চা পান করতে নিচে যান। ফিরে এলে মোস্তাফিজ ও তাঁর সহযোগীরা শাকিলকে মারধর করেন।

চারদিকে এ খবর ছড়িয়ে পড়লে শাকিলের বন্ধুরা জড়ো হয়। এ সময় মোস্তাফিজ লুকিয়ে পড়েন। ভোর ৫টায় ঘটনাস্থলে আসে প্রক্টোরিয়াল বডি। প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি ও উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের আশ্বাস দিলে উভয়পক্ষ শান্ত হন। 

মারধরের স্বীকার শাকিল অভিযোগ করে বলেন, রাত ৩টার দিকে হলের করিডরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোস্তাফিজ এসে তাঁকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে চড়-থাপ্পড় মারেন। এ সময় ছাত্রলীগকর্মী ইসতিয়াক আহমেদ শাওন, আশিক, রাসেল ও রাফি মোস্তাফিজ মারধরে সহযোগিতা করেন বলে অভিযোগ শাকিলের।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার কল করা হলে তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় আজ রোববার দুপুর ১টায় হল প্রভোস্ট অফিসে বসে উভয়পক্ষ। এ সময় প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম ও হাউস টিউটরেরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই গ্রুপের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত