Ajker Patrika

বিএনপির সাবেক সংসদ সদস্য মসিউর রহমান মারা গেছেন

ঝিনাইদহ প্রতিনিধি
বিএনপির সাবেক সংসদ সদস্য মসিউর রহমান মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান মারা গেছেন।

আজ মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ছোঁয়া ইসরাইল।

তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী মাহাবুবা রহমান শিখা গৃহিণী। মেয়ে শামীম রহমান শিমু স্বামীর সঙ্গে কানাডা থাকেন। বড় ছেলে ইব্রাহীম রহমান ও ছোট ছেলে শোয়াইব রহমান বসবাস করেন ঢাকায়।

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্না জানান, সোমবার সাংগঠনিক সব কাজ সেরে রাতে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের নিজ বাসভবনে ঘুমিয়ে পড়েন। এখানে তিনি একাই থাকতেন। সকালে তিনি ঘুম থেকে না উঠলে বেলা ১১টার পর দলীয় কর্মীরা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। এতে তিনি সাড়া না দিলে কর্মীরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্যু ঘোষণা করেন। 

কামাল আজাদ আরও জানান, মসিউর রহমান ঝিনাইদহের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। তার এই মৃত্যুতে দল একজন শক্তিশালী সাংগঠনিক নেতাকে হারাল। 

মসিউর রহমান ১৯৫৩ সালের ২৫ জুন কন্যাদহ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত