Ajker Patrika

কালীগঞ্জে মাঠ থেকে স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৭
কালীগঞ্জে মাঠ থেকে স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার 

ঝিনাইদহের কালীগঞ্জে তাপস কুমার বিষ্ণু (৫৬) নামে এক স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুনীল বিষ্ণুর ছেলে।

চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হারুন আর রশিদ জানান, তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (৭ জানুয়ারি) তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে পরে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে রোববার সকালে কালীগঞ্জের ঈশ্বরবা এলাকার একটি মাঠে কাদার মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর রহমান জানান, সকালে পুলিশ এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে এখানে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকালে মাঠের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার করে। তবে এখনই বলা যাচ্ছে না তাঁর মৃত্যু কীভাবে হয়েছে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে তাঁর মৃত্যুর কারণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত