Ajker Patrika

ঝিনাইদহে ২ আলমসাধুর সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি 
নিহত শের আলীর মরদেহ দেখছেন উৎসুক মানুষ। ছবি: আজকের পত্রিকা
নিহত শের আলীর মরদেহ দেখছেন উৎসুক মানুষ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে দুটি আলমসাধুর সংঘর্ষে শের আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ারদারের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি আলমসাধুর চালক ছিলেন।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিনাইদহ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভাতিজা ঠাণ্ডু জোয়ারদার জানান, আজ ভোরে শের আলী আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সঙ্গে তাঁর আলমসাধুর সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা শের আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস বিশ্বাস বলেন, শের আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছেন। রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত