Ajker Patrika

যশোরে মাঙ্কিপক্স সন্দেহে আইসোলেশনে ভারত ফেরত যাত্রী

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে মাঙ্কিপক্স সন্দেহে আইসোলেশনে ভারত ফেরত যাত্রী

যশোরে মাঙ্কিপক্স সন্দেহে আব্বাস আলী (৪২) নামে এক ভারত ফেরত রোগীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে আব্বাস বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মাঙ্কিপক্স সন্দেহে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ১২টায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আব্বাস আলী ঝিনাইদহের শৈলকূপার ইব্রাহিম শাহর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আব্বাস আলী পর্যটন ভিসায় ভারত গিয়েছিলেন। তিনি আজ বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাঁকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

 এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, ‘ভারত ফেরত ওই রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। আমরা মেডিসিন চিকিৎসকদের কল করেছি। তাঁরা এসে পরীক্ষা নীরিক্ষা করে আরও কনফার্ম হবেন। তবে আমরা ধারণা করছি এটা সাধারণ পক্স অর্থাৎ চিকেন পক্স হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত