Ajker Patrika

ঝিনাইদহে অবরোধ সমর্থনে পিকেটিং, গাড়ি ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩৯
ঝিনাইদহে অবরোধ সমর্থনে পিকেটিং, গাড়ি ভাঙচুর

বিএনপি ও সমমনা দলের ডাকা ১১ দফা অবরোধে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে পিকেটিং করেছে অবরোধ সমর্থনকারীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেছে। 

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। তবে আটকদের পরিচয় জানা যায়নি। 

এদিকে তাদের ছোড়া ইটের আঘাতে সানী নামের এক ট্রাকচালক ও মাসুদ নামের এক লেগুনাচালক আহত হয়েছেন। তাঁদের মধ্যে মাসুদ রানা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা নিমতলা বাসস্ট্যান্ড থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে পিকেটিং শুরু করে। এ সময় তাঁরা ট্রাক ও লেগুনা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। ইটের আঘাতে দুটি ট্রাক ও একটি লেগুনার গ্লাস ও অন্যান্য অংশ ভেঙে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার অরুণ দাস জানান, মাসুদ রানাকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর নাকের ওপরের অংশে আঘাত আছে। 

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত