শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় এসএসসি ভকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আল আমিন মোল্লা (২২) নামে এক শিক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সের পরীক্ষার্থী স্বঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাহার বিশ্বাসের রেজিঃ নম্বর ২৭০০১৮৬২০৮, রোল নম্বর ২৪১৩২৯। ছাত্রলীগের নেতা মোজাহার বিশ্বাসের বদলে আল আমিন নামে এক যুবক পরীক্ষা দিতে এসে আটক হন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্লার ছেলে এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
এ ব্যাপারে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সে অংশ নেওয়ার কথা মোজাহারের। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। তাঁর বদলে পরীক্ষা দিতে আসেন ভাতিজা আল আমীন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করেন। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করেন আল আমীন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল আমিনকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে পাঠান। এ ছাড়া মোজাহারের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মোজাহার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের কেউ নন। তিনি ছাত্রলীগের কোনো পদে নেই। বর্তমানে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।
মাগুরার শালিখায় এসএসসি ভকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আল আমিন মোল্লা (২২) নামে এক শিক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সের পরীক্ষার্থী স্বঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাহার বিশ্বাসের রেজিঃ নম্বর ২৭০০১৮৬২০৮, রোল নম্বর ২৪১৩২৯। ছাত্রলীগের নেতা মোজাহার বিশ্বাসের বদলে আল আমিন নামে এক যুবক পরীক্ষা দিতে এসে আটক হন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্লার ছেলে এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
এ ব্যাপারে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এসএসসি ভকেশনাল ট্রেড কোর্সে অংশ নেওয়ার কথা মোজাহারের। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। তাঁর বদলে পরীক্ষা দিতে আসেন ভাতিজা আল আমীন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করেন। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করেন আল আমীন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল আমিনকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে পাঠান। এ ছাড়া মোজাহারের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মোজাহার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোজাহার বিশ্বাস শালিখা উপজেলা ছাত্রলীগের কেউ নন। তিনি ছাত্রলীগের কোনো পদে নেই। বর্তমানে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।
আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
২১ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
২৪ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
২৭ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের...
৩১ মিনিট আগে