Ajker Patrika

জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হবে ভুক্তভোগীদের পরামর্শে: উপদেষ্টা রিজওয়ানা

­যশোর প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৯: ৫৫
জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হবে ভুক্তভোগীদের পরামর্শে: উপদেষ্টা রিজওয়ানা

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ করা হবে।

আজ রোববার যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি অভয়নগরের আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এ সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তখন আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘এর আগেও ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়ে লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এখানে কারিগরি সমস্যায় রূপ নিয়েছে। আগের প্রকল্পের মূল্যায়নের সঙ্গে দোষ সাব্যস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানান উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে অবৈধ খাল দখল বা ঘের রয়েছে, সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যাঁরা ঘের দখল করে মাছ চাষ করছেন, তাঁদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন-জীবিকাকে জিম্মি করে তো আর ঘের রক্ষা করতে পারি না। অবৈধ ঘের সরাতে হবে।’

পানিসম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, যশোর, জেলার খবর, ভবদহ, জলাবদ্ধতা, পানি উন্নয়ন বোর্ড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত