যশোর প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ করা হবে।
আজ রোববার যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি অভয়নগরের আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এ সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তখন আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘এর আগেও ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়ে লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এখানে কারিগরি সমস্যায় রূপ নিয়েছে। আগের প্রকল্পের মূল্যায়নের সঙ্গে দোষ সাব্যস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে অবৈধ খাল দখল বা ঘের রয়েছে, সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যাঁরা ঘের দখল করে মাছ চাষ করছেন, তাঁদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন-জীবিকাকে জিম্মি করে তো আর ঘের রক্ষা করতে পারি না। অবৈধ ঘের সরাতে হবে।’
পানিসম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, যশোর, জেলার খবর, ভবদহ, জলাবদ্ধতা, পানি উন্নয়ন বোর্ড
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ করা হবে।
আজ রোববার যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি অভয়নগরের আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এ সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তখন আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘এর আগেও ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়ে লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এখানে কারিগরি সমস্যায় রূপ নিয়েছে। আগের প্রকল্পের মূল্যায়নের সঙ্গে দোষ সাব্যস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে অবৈধ খাল দখল বা ঘের রয়েছে, সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যাঁরা ঘের দখল করে মাছ চাষ করছেন, তাঁদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন-জীবিকাকে জিম্মি করে তো আর ঘের রক্ষা করতে পারি না। অবৈধ ঘের সরাতে হবে।’
পানিসম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, যশোর, জেলার খবর, ভবদহ, জলাবদ্ধতা, পানি উন্নয়ন বোর্ড
বিদেশী পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদকে’ (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরের সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ ওই এলাকার বাসিন্দা।
৩১ মিনিট আগেখুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। আজ সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
১ ঘণ্টা আগেচিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রাকিবের অস্থিমজ্জা সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। বাঁচতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন জরুরি। বর্তমানে তিনি ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দ্বিতীয় ধাপের কেমোথেরাপি চলছে, যা আরো এক মাস চলবে।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
১ ঘণ্টা আগে