মাগুরা প্রতিনিধি
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা যাওয়ার পর প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট দ্বিতীয় দিনেও থামেনি। আজ শুক্রবার বেলা আড়াইটার পর বাড়িটির তিন ভাগের দুই ভাগ ভেঙে ফেলে লোকজন। এমনকি বাড়ি থেকে গাছ কেটে নিয়ে যেতেও দেখা গেছে।
থানা-পুলিশ বলছে, লোকজন তাঁদের কথা শুনছে না। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা কথা শোনেননি।
জানা গেছে, ধর্ষণের ঘটনায় আট দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির মৃত্যুর খবর পেয়ে মামলা প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। রাত ৮টার পর বিক্ষুব্ধ জনতা বাড়িটির রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এরপর আদা পাকা বাড়িটির ইটের দেয়ালের ইট খুলতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল মুন্সি বলেন, ‘বাড়িটি অভিশপ্ত। ধর্ষকদের বাড়ি। তাই আমরা সবাই গুঁড়িয়ে দিচ্ছি। বাড়িটিতে মারা যাওয়া শিশুর নামে একটি মাদ্রাসা করার দাবি জানাই।’
আজ সরেজমিন দেখা যায়, বাড়িটিতে শুধু ভাঙচুর নয়, গাছও কেটে নিচ্ছে লোকজন। বাড়ির চারপাশে কিছু ছোট আমগাছ কেটে কেউ কেউ নিয়ে যান। বেলা ৩টা পর্যন্ত আসামির বাড়িটি ঘিরে লোকজনের উপস্থিতি ও ভাঙচুর চলতে দেখা যায়।
কাঠ নিয়ে যাওয়ার সময় সুজন মিয়া নামের একজন বলেন, ‘এগুলো পুড়িয়ে রান্না করে খাব। পাপীদের কোনো কিছু রাখা হবে না। সব পুড়িয়ে দেওয়া হবে।’
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ উদ্বিগ্ন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি মোবাইল ফোন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ও আজকে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেছি। তবু তারা কথা শোনেননি।’
এর আগে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছরের শিশুটির গতকাল এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা যাওয়ার পর প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট দ্বিতীয় দিনেও থামেনি। আজ শুক্রবার বেলা আড়াইটার পর বাড়িটির তিন ভাগের দুই ভাগ ভেঙে ফেলে লোকজন। এমনকি বাড়ি থেকে গাছ কেটে নিয়ে যেতেও দেখা গেছে।
থানা-পুলিশ বলছে, লোকজন তাঁদের কথা শুনছে না। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা কথা শোনেননি।
জানা গেছে, ধর্ষণের ঘটনায় আট দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির মৃত্যুর খবর পেয়ে মামলা প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। রাত ৮টার পর বিক্ষুব্ধ জনতা বাড়িটির রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এরপর আদা পাকা বাড়িটির ইটের দেয়ালের ইট খুলতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল মুন্সি বলেন, ‘বাড়িটি অভিশপ্ত। ধর্ষকদের বাড়ি। তাই আমরা সবাই গুঁড়িয়ে দিচ্ছি। বাড়িটিতে মারা যাওয়া শিশুর নামে একটি মাদ্রাসা করার দাবি জানাই।’
আজ সরেজমিন দেখা যায়, বাড়িটিতে শুধু ভাঙচুর নয়, গাছও কেটে নিচ্ছে লোকজন। বাড়ির চারপাশে কিছু ছোট আমগাছ কেটে কেউ কেউ নিয়ে যান। বেলা ৩টা পর্যন্ত আসামির বাড়িটি ঘিরে লোকজনের উপস্থিতি ও ভাঙচুর চলতে দেখা যায়।
কাঠ নিয়ে যাওয়ার সময় সুজন মিয়া নামের একজন বলেন, ‘এগুলো পুড়িয়ে রান্না করে খাব। পাপীদের কোনো কিছু রাখা হবে না। সব পুড়িয়ে দেওয়া হবে।’
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ উদ্বিগ্ন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি মোবাইল ফোন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ও আজকে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেছি। তবু তারা কথা শোনেননি।’
এর আগে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছরের শিশুটির গতকাল এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে