Ajker Patrika

মনিরামপুরে রেলপথ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

মনিরামপুরে রেলপথ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

যশোরের বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে মনিরামপুরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় মনিরামপুর প্রেসক্লাবের সামনে ‘হৃদয়ে মনিরামপুর’ নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তব্য দেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার, কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক সায়ফুল আলম, আয়োজক শামছুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যার কাজ অতি দ্রুত শুরু হবে। ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর, নাভারন হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এই রেলপথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা নির্মাণ করা হলে বসুন্দিয়া হতে সাতক্ষীরার দূরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেলপথের দূরত্ব কমবে ৪৩ কিলোমিটার। 

অতিরিক্ত কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। শুধুমাত্র সমীক্ষা ব্যয়টুকু বেশি হবে। এতে যশোরের সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। তাই সমাবেশে অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত