সাতক্ষীরা প্রতিনিধি
বাইকে চড়ে ২৯টি দেশ ঘুরে ৩০তম দেশ বাংলাদেশে এসে পৌঁছেছেন রোমানিয়ার এক তরুণী। তাঁর সঙ্গে রয়েছেন দুই বন্ধু। ভারত থেকে ভোমরার স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় ঢোকেন তাঁরা। এখন থাকছেন শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থার কোয়ার্টারে।
আজ শুক্রবার ঋশিল্পীতে তাঁদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের একজন আন্দ্রেয়া। তিনি অবশ্য ইতালির নাগরিক। এসেছেন এক মাস আগেই। মূলত তাঁর আমন্ত্রণেই পরে এসেছেন দুই বন্ধু এলেনা এক্সিন্তে ও ইলেরিও লাভাররা। আন্দ্রেয়া শুনিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হরিণখোলা গ্রামের শিশু কাকলির সঙ্গে তাঁর পরিচয় ও পড়াশোনার ব্যয়ভার কাঁধে নেওয়ার গল্প।
রোমানীয় তরুণী এলেনা ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে যাত্রা শুরু করেন। রোমানিয়ায় জন্মালেও পরিবারসহ এখন বাস করেন ইতালিতে। তাঁর বাহন ৮৫০ সিসির মোটরসাইকেল। এই বাইকেই তিনি পুরো পৃথিবী ঘুরতে চান।
এলেনা আসার এক মাস আগে ইতালি থেকে বাইকে চড়ে সাতক্ষীরায় এসেছেন তাঁর বন্ধু আন্দ্রেয়া। তিনি ঋশিল্পী ইন্টারন্যাশনালের একজন ডোনার। এই সংস্থা গরিব ও অসহায় এবং ঝরে পড়া শিশুদের জন্য একটি কমিউনিটি বিদ্যালয় পরিচালনা করে। কাকলি সেই বিদ্যালয়েই পড়ে। সে হরিণখোলা গ্রামের গোবিন্দ সরকারের দুই মেয়ের মধ্যে বড়। ছোট মেয়ের বয়স চার বছর।
আন্দ্রেয়া জানান, কাকলি নামের একটি মেয়েকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। কাকলির জন্যই তাঁর সাতক্ষীরায় আসা। আন্দ্রেয়া বলেন, ‘আমার আহ্বানে বন্ধু এলেনা ও ইলেরিও ৩১ জানুয়ারি ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন। এখানকার সংস্কৃতি ও মানুষদের মিশুক স্বভাব খুব ভালো লেগেছে।’ জীবনে সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসতে চান আন্দ্রেয়া।
ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান বলেন, ‘সাতক্ষীরার হরিণখোলা গ্রামের কাকলি সরকার নামের ৯ বছরের একটি মেয়ের লেখাপড়ার জন্য সহযোগিতা করেন ইতালির নাগরিক আন্দ্রেয়া দেলসোলভাতর (৩২)। কাকলি পাঁচ বছর বয়স থেকে ঋশিল্পী স্কুলে পড়ালেখা করে। আন্দ্রেয়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ডোনার। প্রতিষ্ঠানের মাধ্যমে আন্দ্রেয়ার কাছে ছয় বছর বয়সে চিঠি লেখে কাকলি। সেই থেকে আন্দ্রেয়ার সঙ্গে চিঠি ও ছবি পাঠানো চলছে তার। বর্তমানে কাকলি তৃতীয় শ্রেণিতে পড়ছে।’
কাকলি ও সংস্থাটিকে দেখতে এক মাস আগে সাতক্ষীরায় এসেছেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। আন্দ্রেয়া ইতালিতে লেখাপড়া করেছেন পরিবেশবিজ্ঞান নিয়ে। ভেসপা স্কুটি চালিয়ে এত পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন তিনি।
আন্দ্রেয়া বলেন, ‘আমি মাঝেমধ্যে কাকলিদের বাড়িতে যাচ্ছি। কয়েক দিন আগে সরস্বতী পূজায় ওদের বাড়িতে গিয়েছিলাম। বাংলাদেশের গ্রামের সৌন্দর্য অসাধারণ। কাকলিকে দেখতে আমি বাংলাদেশে এসেছি। সে যত দিন পড়তে চায়, আমি তার আর্থিক সহযোগিতা দেব।’
আন্দ্রেয়ার আরেক বন্ধু ইলেরিও লাভাররা ইতালির নাগরিক। তিনি অর্থনীতিতে পিএইচডি করেছেন। আন্দ্রেয়ার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন এলেনার সঙ্গে। বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন বলে জানান তিনি।
বাইকে চড়ে ২৯টি দেশ ঘুরে ৩০তম দেশ বাংলাদেশে এসে পৌঁছেছেন রোমানিয়ার এক তরুণী। তাঁর সঙ্গে রয়েছেন দুই বন্ধু। ভারত থেকে ভোমরার স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় ঢোকেন তাঁরা। এখন থাকছেন শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থার কোয়ার্টারে।
আজ শুক্রবার ঋশিল্পীতে তাঁদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের একজন আন্দ্রেয়া। তিনি অবশ্য ইতালির নাগরিক। এসেছেন এক মাস আগেই। মূলত তাঁর আমন্ত্রণেই পরে এসেছেন দুই বন্ধু এলেনা এক্সিন্তে ও ইলেরিও লাভাররা। আন্দ্রেয়া শুনিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হরিণখোলা গ্রামের শিশু কাকলির সঙ্গে তাঁর পরিচয় ও পড়াশোনার ব্যয়ভার কাঁধে নেওয়ার গল্প।
রোমানীয় তরুণী এলেনা ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে যাত্রা শুরু করেন। রোমানিয়ায় জন্মালেও পরিবারসহ এখন বাস করেন ইতালিতে। তাঁর বাহন ৮৫০ সিসির মোটরসাইকেল। এই বাইকেই তিনি পুরো পৃথিবী ঘুরতে চান।
এলেনা আসার এক মাস আগে ইতালি থেকে বাইকে চড়ে সাতক্ষীরায় এসেছেন তাঁর বন্ধু আন্দ্রেয়া। তিনি ঋশিল্পী ইন্টারন্যাশনালের একজন ডোনার। এই সংস্থা গরিব ও অসহায় এবং ঝরে পড়া শিশুদের জন্য একটি কমিউনিটি বিদ্যালয় পরিচালনা করে। কাকলি সেই বিদ্যালয়েই পড়ে। সে হরিণখোলা গ্রামের গোবিন্দ সরকারের দুই মেয়ের মধ্যে বড়। ছোট মেয়ের বয়স চার বছর।
আন্দ্রেয়া জানান, কাকলি নামের একটি মেয়েকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। কাকলির জন্যই তাঁর সাতক্ষীরায় আসা। আন্দ্রেয়া বলেন, ‘আমার আহ্বানে বন্ধু এলেনা ও ইলেরিও ৩১ জানুয়ারি ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন। এখানকার সংস্কৃতি ও মানুষদের মিশুক স্বভাব খুব ভালো লেগেছে।’ জীবনে সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসতে চান আন্দ্রেয়া।
ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান বলেন, ‘সাতক্ষীরার হরিণখোলা গ্রামের কাকলি সরকার নামের ৯ বছরের একটি মেয়ের লেখাপড়ার জন্য সহযোগিতা করেন ইতালির নাগরিক আন্দ্রেয়া দেলসোলভাতর (৩২)। কাকলি পাঁচ বছর বয়স থেকে ঋশিল্পী স্কুলে পড়ালেখা করে। আন্দ্রেয়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ডোনার। প্রতিষ্ঠানের মাধ্যমে আন্দ্রেয়ার কাছে ছয় বছর বয়সে চিঠি লেখে কাকলি। সেই থেকে আন্দ্রেয়ার সঙ্গে চিঠি ও ছবি পাঠানো চলছে তার। বর্তমানে কাকলি তৃতীয় শ্রেণিতে পড়ছে।’
কাকলি ও সংস্থাটিকে দেখতে এক মাস আগে সাতক্ষীরায় এসেছেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। আন্দ্রেয়া ইতালিতে লেখাপড়া করেছেন পরিবেশবিজ্ঞান নিয়ে। ভেসপা স্কুটি চালিয়ে এত পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন তিনি।
আন্দ্রেয়া বলেন, ‘আমি মাঝেমধ্যে কাকলিদের বাড়িতে যাচ্ছি। কয়েক দিন আগে সরস্বতী পূজায় ওদের বাড়িতে গিয়েছিলাম। বাংলাদেশের গ্রামের সৌন্দর্য অসাধারণ। কাকলিকে দেখতে আমি বাংলাদেশে এসেছি। সে যত দিন পড়তে চায়, আমি তার আর্থিক সহযোগিতা দেব।’
আন্দ্রেয়ার আরেক বন্ধু ইলেরিও লাভাররা ইতালির নাগরিক। তিনি অর্থনীতিতে পিএইচডি করেছেন। আন্দ্রেয়ার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন এলেনার সঙ্গে। বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন বলে জানান তিনি।
খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
২৯ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে