Ajker Patrika

তালায় নবজাতকের লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪১
তালায় নবজাতকের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার মাগুরা বাজারের এনামুল ইসলামের দোকানের পেছনের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ সময় প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) ও মো. আল আমিন (২৮) নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের দোকানের পেছনের সিঁড়িঘরের পেছনে এক নবজাতকের লাশ দেখে থানার পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মো. আল আমিন নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত