Ajker Patrika

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

মাগুরার মহম্মদপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল মান্নান (৫০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিশংকরপুরে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক ওই গ্রামের মৃত কওসার উদ্দিনের ছেলে এবং কালিশংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ লাইন ওই শিক্ষকের ঘরের ওপর দিয়ে টাঙানো হয়েছে। বাতাসে গাছের ডাল লাইনের ওপর পড়তে পারে সন্দেহে স্কুল বন্ধের দিনে গাছের ডাল কাটতে গাছে উঠে পড়েন তিনি। বিদ্যুতের তার সংলগ্ন একটি ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে বাড়ির লোকজন বিদ্যুৎ অফিসে কল দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম শিক্ষক আব্দুল মান্নানের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত