Ajker Patrika

ছাত্রলীগ নেতা আনিসুরের দাফন সম্পন্ন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ১৪
ছাত্রলীগ নেতা আনিসুরের দাফন সম্পন্ন

নিজের গায়ে আগুন দিয়ে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে ব্যবসায়ীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পান্টি গ্রামে আনা হয়। পরে ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাত ১২টায় পান্টি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। 
জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। 

জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, ‘আনিসের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর দুঃসময়ে পাশে থাকা দরকার ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

দাফন শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘অনেক রাত হলেও গাজী আনিসুরের জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাঁর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এটি জানাজায় উপস্থিত সবার চাওয়া ও দাবি।’ 

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার মইন আক্তার বলেন, শুধু ব্যবসায়িক হতাশা নয়, গাজী আনিসুরের দলীয় হতাশাও ছিল। যেহেতু ৩১ মে ফেসবুকে তাঁর সমস্যা জানিয়েছিল। সেহেতু অবশ্যই দলীয় নেতা-কর্মীদের বিষয়টি দেখা উচিত ছিল। 

জানাজায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও মৃতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত