Ajker Patrika

পুরোনো জিনস দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করছেন খুবি শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৪: ১৭
পুরোনো জিনস দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করছেন খুবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
পুরোনো জিনস দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করছেন খুবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

পলিথিনের বিকল্প এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একদল শিক্ষার্থী তৈরি করছেন পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব ‘টোট ব্যাগ’। মূলত পরিবেশদূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বাড়াতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।

সরকারিভাবে গত ১ অক্টোবর থেকে সুপারশপ এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। পলিথিন ও প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে এই ব্যাগ। এটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে, যা একই সঙ্গে গার্মেন্টস বর্জ্য কমাতে এবং পুনর্ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।

‘ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর’ প্রতিযোগিতার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী এই প্রকল্প বাস্তবায়ন করেছেন। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ইমন কাজী ও মো. মেহেদী হাসান তমাল; সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের জি এম রাকিব।

পুরোনো জিনস দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করছেন খুবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
পুরোনো জিনস দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করছেন খুবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা পণ্যটি বাজারজাত করার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে তাঁদের যৌথ উদ্যোগ ‘জিনস টু টোটস’-এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলাতে মার্কেটিং করছেন।

এই প্রকল্পের নেতৃত্বে থাকা ইমন কাজী বলেন, ‘আমাদের এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীরা কাজের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আমরা গার্মেন্টস বর্জ্য কমাতে ও পলিথিনের ওপর নির্ভরতা দূর করতে ভূমিকা রাখছে।’

উল্লেখ্য, সম্প্রতি ‘স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস’ আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চারটি দল ফাইনাল রাউন্ডে গিয়েছে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল টিম বিডি-১৫ ফাইনাল রাউন্ডে যাওয়ার গৌরব অর্জন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত