Ajker Patrika

বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন গঠন করা হোক: মাহবুব উল আলম হানিফ 

ইবি প্রতিনিধি
Thumbnail image

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে এটা কেউ কখনো কল্পনা করতে পারেনি। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির চক্রান্তে কিছু ভাড়াটি সেনারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তিনি আইনমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন গঠন করা হোক। কারণ জাতি জানতে চায় এই হত্যাকাণ্ডের মূল নেপথ্যে কারা ছিল। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ‘মুত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভার আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সভা হয়।  

সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। তিনি বলেন, বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছর ধরে সাড়ে ৭ কোটি মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এদেশকে স্বাধীন করেছিলেন। আমরা সেদিন বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধু না থাকলে এদেশের স্বাধীনতা আসতো না। আর শেখ হাসিনা না থাকলে এদেশ উন্নয়নের মুখ দেখতো না। 

সভায় প্রধান আলোচক ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহা. জাহাঙ্গীর হোসেন সভায় সভাপতিত্ব করেন।  উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. মাহবুবুল আরফিন, জাতীয় শোকদিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান, ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত