চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম মিল্টন (৫৫) নামে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শহিদুল ইসলাম জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি জীবননগর এলজিইডির অবসরপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মোটরসাইকেল নিয়ে মূল সড়কে উঠতে যান শহিদুল। এ সময় একটি আলমসাধুকে (ইজিবাইক) ওভারটেক করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন শহিদুল। পরে বিজিবির সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে রাত ৮টার দিকে মারা যান তিনি।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ বলেন, ‘একটি আলমসাধুকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির টহল গাড়িতে ধাক্কা দেন শহিদুল ইসলাম। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন বিজিবির সদস্যরা।’
পরিচালক আরও বলেন, ‘ঘটনার সময় বিজিবির টহল গাড়ির গতি স্বাভাবিক ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করে বিজিবি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর শহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে চুয়াডাঙ্গা রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।’
চিকিৎসক আরও বলেন, ‘শহিদুল ইসলামের দুই পা ভেঙে গুঁড়িয়ে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণে তাঁর মৃত্যু হতে পারে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম মিল্টন (৫৫) নামে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শহিদুল ইসলাম জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি জীবননগর এলজিইডির অবসরপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মোটরসাইকেল নিয়ে মূল সড়কে উঠতে যান শহিদুল। এ সময় একটি আলমসাধুকে (ইজিবাইক) ওভারটেক করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন শহিদুল। পরে বিজিবির সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে রাত ৮টার দিকে মারা যান তিনি।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ বলেন, ‘একটি আলমসাধুকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির টহল গাড়িতে ধাক্কা দেন শহিদুল ইসলাম। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন বিজিবির সদস্যরা।’
পরিচালক আরও বলেন, ‘ঘটনার সময় বিজিবির টহল গাড়ির গতি স্বাভাবিক ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করে বিজিবি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর শহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে চুয়াডাঙ্গা রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।’
চিকিৎসক আরও বলেন, ‘শহিদুল ইসলামের দুই পা ভেঙে গুঁড়িয়ে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণে তাঁর মৃত্যু হতে পারে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
৫ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
৯ মিনিট আগেপথসভায় এলাকা জ্বালিয়ে দেওয়ার বক্তব্যের জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকার নিরাপত্তা চেয়ে দরখাস্ত দেন তাঁরা।
১২ মিনিট আগেআদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৯ মিনিট আগে