মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা মৃণ্ময় তেওয়ারী বাপ্পা (২৮) নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এক লিখিত বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার নিজ কার্যালয়ের সামনে সমাবেশে নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল বাদশা বাদী হয়ে গত শনিবার সকালে মামলা করেন। মামলায় আসামি করা হয় ১ হাজার ৪০০ জনকে। আসামিদের মধ্যে উপজেলা বিএনপির ১০১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে শনিবার রাতেই উপজেলা ছাত্রলীগের কর্মী বাপ্পাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বাপ্পাকে ছেড়ে দেবেন বলে আশ্বাস দেন ওসি। কিন্তু গতকাল রোববার সকালে তাঁকে মাগুরার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠালে ছাত্রলীগের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ফেসবুক লাইভে এসে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এ বিষয় বাপ্পার চাচা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কানু তেওয়ারী বলেন, ‘গ্রেপ্তারের পর আমি থানায় গেলে বাপ্পাকে ছেড়ে দেবেন বলে ওসি আশ্বস্ত করেন। উল্টো তাকে জেলে দিয়েছে।’
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, ‘বাপ্পা ষড়যন্ত্রের স্বীকার। তাঁকে ফাঁসাতে ইচ্ছা করে এই মামলার আসামি করা হয়েছে। এতে আমার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ষড়যন্ত্র দ্রুত আমরা প্রতিহত করব।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামলার এজাহারে তাঁর নাম দেওয়া হয়েছে। তবে সে ছাত্রলীগ কর্মী কি না আমার জানা নেই। নেতাদের সুপারিশে জামিন যোগ্য ধারায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
মাগুরার মহম্মদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা মৃণ্ময় তেওয়ারী বাপ্পা (২৮) নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এক লিখিত বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার নিজ কার্যালয়ের সামনে সমাবেশে নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল বাদশা বাদী হয়ে গত শনিবার সকালে মামলা করেন। মামলায় আসামি করা হয় ১ হাজার ৪০০ জনকে। আসামিদের মধ্যে উপজেলা বিএনপির ১০১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে শনিবার রাতেই উপজেলা ছাত্রলীগের কর্মী বাপ্পাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বাপ্পাকে ছেড়ে দেবেন বলে আশ্বাস দেন ওসি। কিন্তু গতকাল রোববার সকালে তাঁকে মাগুরার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠালে ছাত্রলীগের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ফেসবুক লাইভে এসে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এ বিষয় বাপ্পার চাচা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কানু তেওয়ারী বলেন, ‘গ্রেপ্তারের পর আমি থানায় গেলে বাপ্পাকে ছেড়ে দেবেন বলে ওসি আশ্বস্ত করেন। উল্টো তাকে জেলে দিয়েছে।’
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, ‘বাপ্পা ষড়যন্ত্রের স্বীকার। তাঁকে ফাঁসাতে ইচ্ছা করে এই মামলার আসামি করা হয়েছে। এতে আমার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ষড়যন্ত্র দ্রুত আমরা প্রতিহত করব।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামলার এজাহারে তাঁর নাম দেওয়া হয়েছে। তবে সে ছাত্রলীগ কর্মী কি না আমার জানা নেই। নেতাদের সুপারিশে জামিন যোগ্য ধারায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
২ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৪ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে