Ajker Patrika

মাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২১: ১০
মাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ডুমুরশিয়া হাইস্কুল মাঠে ডুমুরশিয়া বাজার বণিক সমিতি এ খেলা আয়োজন করে। নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরা ও মানুষকে আনন্দ দিতেই এই খেলার আয়োজন করা হয়। 

প্রতিবছর ১৬ কার্তিক এ লাঠি খেলা হয়। এই খেলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এ বছর ১০৪তম মেলা অনুষ্ঠিত হয়। 

ডুমুরশিয়া হাইস্কুল মাঠে লাঠি খেলা। ছবি: আজকের পত্রিকাবাদ্যের তালে তালে নেচে লাঠি খেলে শারীরিক কসরত প্রদর্শন করেন লাঠিয়ালরা। প্রতিপক্ষকে আক্রমণ করা বা আক্রমণ ঠেকানোর কৌশল দেখাতে থাকেন তাঁরা। লাঠি খেলার মূল আকর্ষণ ছিল খুদে নারী লাঠিয়ালরা। 

লাঠিয়াল বাদশা সর্দার আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন জোগাতে আমরা লাঠি খেলা দেখাই। তাদের আনন্দে আমরাও আনন্দিত হই। এ খেলা আমাদের পূর্ব-পুরুষের। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাটি টিকে থাকবে।’ 

ডুমুরশিয়া হাইস্কুল মাঠে লাঠি খেলার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকামেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, বর্ণিল সাজে লাঠি হাতে ১৩টি দল অংশ নেয় এই খেলায়। লাঠি খেলা ও গ্রাম্য মেলায় দর্শনার্থীদের আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়েছে। 

বাবুখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী জানান, বর্তমান ক্রিকেট ও ফুটবলের জনপ্রিয়তায় কোণঠাসা হয়ে পড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। লাঠি খেলাকে গ্রামবাংলার বুকে ধরে রাখতে স্থানীয়দের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত