Ajker Patrika

শ্যামনগরে ১২ কেজি হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে ১২ কেজি হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগরে ১২ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে বন বিভাগ। আজ সোমবার সকালে উপজেলার মাহমুদপুর খইতলা এলাকার গোডাউন মোড় থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—উপজেলার মাহমুদপুর খইতলা এলাকার রুহুল আমিন গাজীর ছেলে রবিউল ইসলাম বাবু (৩৫) ও যাদবপুর এলাকার আমজাদ শেখের ছেলে আজাদ শেখ (৩৩)। 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নূর আলম জানান, আজ সকালে মাহমুদপুর খইতলা এলাকায় অভিযান চালায় বন বিভাগের সদস্যরা। এ সময় তারা হরিণের মাথা ও মাংস জব্দ করে। পরে তা ওজন দিয়ে ১২ কেজি হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। 

এ ছাড়া মাংস বহনকারী দুজনকে হাতেনাতে আটক করে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত