Ajker Patrika

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্মীকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন করেন সংক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ডা. তারেক মুসা, ডা. রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদী মুরতাজা, সায়েদ মুহাইমিন, রমজান হোসেন, জাহিদ হাসান, আকরামুল ইসলাম, ইউসুফ আলী, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ, আবু সাঈদ, কাওসার, ঝন্টু মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসেবে অধিভুক্ত করা হয়। পরে প্রতিষ্ঠানটি অনুষদের অধীন আত্মীকরণের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ছাড়া ইউজিসি ও আন্তমন্ত্রণালয়ের বৈঠকেও আত্তীকরণের সুপারিশ করা হয়।

তারপরও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বক্তারা ভেটেরিনারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদে আত্মীকরণের জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত