ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়াউর রহমান হলের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভোস্ট মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন প্রভোস্ট কাউন্সিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরের কাছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি জানান জিয়াউর রহমান হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান। তিনি বলেন, ‘আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে লাঞ্ছিত করেছে। আগামী শনিবার হল বডি উপাচার্যের সঙ্গে দেখা করে এ ঘটনার প্রতিকার চাইব। উপাচার্য শতভাগ আবাসিকতার নির্দেশ দিলে হল বডি কাজ চালিয়ে যাবে।’
জানা যায়, এর আগে গত সোমবার হলের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন হল প্রভোস্ট অধ্যাপক আব্দুল জলিল পাঠান। এতে আবাসিকতা করার বিষয়টি ওঠে। পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নিতে হলের রুমগুলো পরিদর্শনে যাওয়াতেই ঘটে বিপত্তি। হলটির অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক। অনাবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা হল থেকে নিচে নেমে চিল্লাচিল্লি শুরু করেন। এসব দেখে একপর্যায়ে হল প্রভোস্ট হল থেকে নিচে নেমে আসেন।
পরে প্রভোস্ট কার্যালয়ে বৈঠকে বসলে প্রভোস্টের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তখন ছাত্রলীগ কর্মীরা প্রভোস্ট কার্যালয় থেকে বের হয়ে যান। বের হওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা প্রভোস্ট কার্যালয়ের একটি জানালার কাচ ভেঙে দেন।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘লাঞ্ছিত হওয়ার বিষয়টি জেনে আমরা শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ডেকে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া হলগুলো নিয়মের মধ্যেই চলবে।’
উল্লেখ্য, শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার ছয় মাস পর গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ফুলপরী নামে নবীন এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত পিন্টু হোটেল নামে একটি খাবার দোকানে খাবার দিতে দেরি করায় মালিক পিন্টুকে মারধর ও হোটেলের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র নেতা-কর্মীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়াউর রহমান হলের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভোস্ট মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন প্রভোস্ট কাউন্সিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরের কাছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি জানান জিয়াউর রহমান হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান। তিনি বলেন, ‘আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে লাঞ্ছিত করেছে। আগামী শনিবার হল বডি উপাচার্যের সঙ্গে দেখা করে এ ঘটনার প্রতিকার চাইব। উপাচার্য শতভাগ আবাসিকতার নির্দেশ দিলে হল বডি কাজ চালিয়ে যাবে।’
জানা যায়, এর আগে গত সোমবার হলের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন হল প্রভোস্ট অধ্যাপক আব্দুল জলিল পাঠান। এতে আবাসিকতা করার বিষয়টি ওঠে। পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নিতে হলের রুমগুলো পরিদর্শনে যাওয়াতেই ঘটে বিপত্তি। হলটির অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক। অনাবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা হল থেকে নিচে নেমে চিল্লাচিল্লি শুরু করেন। এসব দেখে একপর্যায়ে হল প্রভোস্ট হল থেকে নিচে নেমে আসেন।
পরে প্রভোস্ট কার্যালয়ে বৈঠকে বসলে প্রভোস্টের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তখন ছাত্রলীগ কর্মীরা প্রভোস্ট কার্যালয় থেকে বের হয়ে যান। বের হওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা প্রভোস্ট কার্যালয়ের একটি জানালার কাচ ভেঙে দেন।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘লাঞ্ছিত হওয়ার বিষয়টি জেনে আমরা শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ডেকে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া হলগুলো নিয়মের মধ্যেই চলবে।’
উল্লেখ্য, শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার ছয় মাস পর গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ফুলপরী নামে নবীন এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত পিন্টু হোটেল নামে একটি খাবার দোকানে খাবার দিতে দেরি করায় মালিক পিন্টুকে মারধর ও হোটেলের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র নেতা-কর্মীরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে