Ajker Patrika

মহম্মদপুরে জামানত হারাচ্ছেন বর্তমান চেয়ারম্যানসহ ৯ প্রার্থী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৪, ১৬: ৫৫
মহম্মদপুরে জামানত হারাচ্ছেন বর্তমান চেয়ারম্যানসহ ৯ প্রার্থী

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় বর্তমান চেয়ারম্যানসহ ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে এ তথ্য জানা গেছে। 

উপজেলা পরিষদ নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ যদি না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে মহম্মদপুরে ৯ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৬২৯। প্রাপ্ত ভোটের শতকরা হার ৫৩ দশমিক ২৮। এই অনুযায়ী জামানত বাঁচাতে প্রতি প্রার্থীকে ১৪ হাজার ৪৯৪ দশমিক ৩৫ ভোট পেতে হবে।

ভোটের পরিসংখ্যান অনুযায়ী, মহম্মদপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীর মধ্যে পাঁচজন জামানত হারাচ্ছেন। তাঁরা হলেন আনিসুল ইসলাম হান্নান (৭ হাজার ৫৬৫ ভোট), উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বেবী নাজনীন (৫ হাজার ৯৩৯ ভোট), যুবলীগ নেতা কাজী আনিসুর রহমান তৈমূর (৮৭৭ ভোট) বর্তমান চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী (৭২৪ ভোট) ও দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক (২৮৯ ভোট)। 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে দুজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন মুজিবর রহমান (৩ হাজার ৩১২ ভোট) ও সাংবাদিক আশরাফুল আলম সাগর (২ হাজার ৪১৩ ভোট)। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়ে ৯৬ হাজার ৪৫৫টি। এতে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মুনমুন খান ৯ হাজার ২১৪ ভোট পেয়ে এবং শিল্পী সামাদ ৫ হাজার ৯৮২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। 

মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিলন আলী বলেন, ‘মোট ভোটের ১৫ শতাংশ ভোট পেলে প্রার্থী তাঁর জামানত ফেরত পাবেন। এ হিসাবে ৯ জন প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত ফেরত পাবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত