Ajker Patrika

রাজশাহী বিভাগীয় এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড পরীক্ষা ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলন করা হয়। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অ্যাস্ট্রোনমি-বিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর রাজশাহী পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ জুলাই। এতে অংশ নিতে বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী ইতিমধ্যে নাম নিবন্ধন করেছে। এবার পরীক্ষা হবে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

রোববার ইউনিভার্সিটির সভাকক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের রাজশাহী প্রতিনিধি অমিত কুমার পাল।

তিনি জানান, জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করা হচ্ছে অ্যাস্ট্রোনমিবিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। এই আসর বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর। রাজশাহীসহ বাংলাদেশের আটটি বিভাগীয় শহর এবং তিনটি জেলা শহরসহ ১১টি শহরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কার্যক্রম অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে ১১ জুলাই থেকে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা শুরু হয়েছে। এটি চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত।

রাজশাহী বিভাগে ২৫০ জন প্রতিযোগী অংশ নেওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যে অনলাইনে ২৫০ জন নাম নিবন্ধন করেছে। তাই নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৬ জুলাই নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সেখানে লিখিত, নৈর্ব্যক্তিক ও শূন্যস্থান পূরণের পরীক্ষা দিতে হবে প্রতিযোগীদের।

অমিত কুমার পাল জানান, ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াডে বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। এরপর তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই পাঁচজন প্রতিযোগী আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ ছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

গত বছরের মতো এবারের অলিম্পিয়াডেও টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স। সে কারণে এই আয়োজনের নাম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। এবারের আয়োজনে সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট ও ওয়াচেস ওয়ার্ল্ড।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আনসার উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান নুজহাত নাওয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আকাঙ্ক্ষা হারিয়ে গেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত