যশোরের কেশবপুর
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরের বুড়িভদ্রা নদীর ওপর নির্মিত সেতুতে সংযোগ সড়ক না থাকায় অন্তত ১২টি গ্রামের মানুষের যাতায়াতে দেখা দিয়েছে চরম ভোগান্তি। এলাকাবাসী জানিয়েছেন, নির্দিষ্ট সময় শেষ হলেও সম্পূর্ণ হয়নি সেতুটির নির্মাণকাজ। এদিকে সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কুশুলদিয়া বাজার থেকে গোলাঘাটা সড়কের বুড়িভদ্রা নদীর ওপর ৪২ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সেতুটি নির্মাণে ৩ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৬০৩ টাকা চুক্তিমূল্য নির্ধারণ করা হয়। কাজটি পান খুলনার সোনাডাঙ্গার মেসার্স অর্পি-অর্নি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজা খানম। ২০২২ সালের ২ জুন সেতু নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল অনুযায়ী ২০২৩ সালের ২৪ নভেম্বর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে দীর্ঘ আড়াই বছর অতিবাহিত হলেও শেষ হয়নি।
এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে আশপাশের প্রায় ১২টি গ্রামের মানুষ চলাচল করে। সেতুর পশ্চিম পাশে কুশুলদিয়া বাজার, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব পাশে গোলাঘাটা বাজারসহ রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থাকায় সেতুটি বেশ গুরুত্বপূর্ণ। সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক করতে কালক্ষেপণ করায় এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। কৃষক আফসার উদ্দীন বলেন, ‘এই সেতুর কাজডা তাড়াতাড়ি হয়ে গেলি ভালো হয়। সেতু দিয়ে উঠতে-নামতে গিয়ে খুব সমস্যা।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, ঠিকাদারকে বলা হয়েছে কাজ দ্রুত শুরুর জন্য।
ঠিকাদার মাহফুজা খানমের পক্ষে ইদ্রিস আলী জানান, সড়কের উভয় পাশে পানি থাকায় কাজ বন্ধ রয়েছে। পানি সরে না যাওয়া পর্যন্ত বাইপাস সড়কটিও ঠিক করা যাচ্ছে না। পানি কমে গেলে কাজ দ্রুত শুরু করা হবে।
কেশবপুর উপজেলা প্রকৌশলী নজিবুল হক জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কাজের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। পানির কারণে সেতুটির অন্যান্য কাজ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সেতুটির বাকি কাজ শুরু হবে।
যশোরের কেশবপুরের বুড়িভদ্রা নদীর ওপর নির্মিত সেতুতে সংযোগ সড়ক না থাকায় অন্তত ১২টি গ্রামের মানুষের যাতায়াতে দেখা দিয়েছে চরম ভোগান্তি। এলাকাবাসী জানিয়েছেন, নির্দিষ্ট সময় শেষ হলেও সম্পূর্ণ হয়নি সেতুটির নির্মাণকাজ। এদিকে সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কুশুলদিয়া বাজার থেকে গোলাঘাটা সড়কের বুড়িভদ্রা নদীর ওপর ৪২ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সেতুটি নির্মাণে ৩ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৬০৩ টাকা চুক্তিমূল্য নির্ধারণ করা হয়। কাজটি পান খুলনার সোনাডাঙ্গার মেসার্স অর্পি-অর্নি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজা খানম। ২০২২ সালের ২ জুন সেতু নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল অনুযায়ী ২০২৩ সালের ২৪ নভেম্বর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে দীর্ঘ আড়াই বছর অতিবাহিত হলেও শেষ হয়নি।
এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে আশপাশের প্রায় ১২টি গ্রামের মানুষ চলাচল করে। সেতুর পশ্চিম পাশে কুশুলদিয়া বাজার, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব পাশে গোলাঘাটা বাজারসহ রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থাকায় সেতুটি বেশ গুরুত্বপূর্ণ। সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক করতে কালক্ষেপণ করায় এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। কৃষক আফসার উদ্দীন বলেন, ‘এই সেতুর কাজডা তাড়াতাড়ি হয়ে গেলি ভালো হয়। সেতু দিয়ে উঠতে-নামতে গিয়ে খুব সমস্যা।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, ঠিকাদারকে বলা হয়েছে কাজ দ্রুত শুরুর জন্য।
ঠিকাদার মাহফুজা খানমের পক্ষে ইদ্রিস আলী জানান, সড়কের উভয় পাশে পানি থাকায় কাজ বন্ধ রয়েছে। পানি সরে না যাওয়া পর্যন্ত বাইপাস সড়কটিও ঠিক করা যাচ্ছে না। পানি কমে গেলে কাজ দ্রুত শুরু করা হবে।
কেশবপুর উপজেলা প্রকৌশলী নজিবুল হক জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কাজের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। পানির কারণে সেতুটির অন্যান্য কাজ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সেতুটির বাকি কাজ শুরু হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় রেজওয়ানুল কবির চয়ন নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁকে
৮ মিনিট আগেযুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় এক হকারকে উঠিয়ে নেওয়ার অভিযোগে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করেছেন হকাররা। শুক্রবার রাতে নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক হকার। এ সময় পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়। ওই যুবদল নেতা সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে...
৩৪ মিনিট আগেনাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
২ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফে সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর অপহৃত দুই কৃষককে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা-সংলগ্ন পাহাড়ি এলাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম দুই কৃষক ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে