Ajker Patrika

ইবির এক হল নির্মাণে কাটা পড়ছে ৪০৯ গাছ

ইবি প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭: ৫৫
ইবির এক হল নির্মাণে কাটা পড়ছে ৪০৯ গাছ

ইসলামী  বিশ্ববিদ্যালয়ে চলমান মেগা প্রকল্পের আওতায় একটি দশতলা হল নির্মাণে কাটা পড়ছে ৪০৯টি গাছ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছ কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদীরা। তাঁরা গাছ কেটে উন্নয়ন চান না।

জানা যায়, ছেলেদের হল নির্মাণের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে লালন শাহ হলের সামনের জায়গা। সেখানে বাগান রয়েছে বহু আগে থেকে। এখন সেখানে নতুন হল নির্মাণ করতে গেলে ৪০৯টি গাছ কাটা পড়বে। এখানে বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে রয়েছে— মেহগনি, শিশু, ইপিলইপিল, কড়ই, কদম ও বিভিন্ন ফলজ গাছ। 

হল নির্মাণে বিপুল সংখ্যক গাছ কাটার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থী। এর আগে দ্বিতীয় দশতলা প্রশাসন ভবন করার জায়গায়ও কাটা হয়েছে ৬৫টি গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কড়ই ও শিশু গাছ।

পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস ইবির শাখা এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে। হল নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী ম্যুরাল’-এর পাদদেশে মানববন্ধনও করেছে তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৩৭কোটি টাকার মেগা প্রকল্পের অংশ হিসেবে ১০ তলা বিশিষ্ট হল নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মাহবুবুল আলম হানিফ। ছাত্রদের একটি হল বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সামনে এবং দেশরত্ন শেখ হাসিনা হলের পশ্চিম পাশে ছাত্রীদের জন্য একটি হল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘উন্নয়ন মানে আজকাল শুধুই বহুতল অবকাঠামো নির্মাণ হয়ে দাঁড়িয়েছে। প্রাণ-প্রকৃতির উন্নয়নের বদলে যত্রতত্র দালান নির্মাণ করে উন্নয়ন সম্ভব নয়। আমাদের অবকাঠামো প্রয়োজন কিন্তু হাজারো গাছের প্রাণের বিনিময়ে, ছোট ছোট জীবের আবাস ধ্বংস করে নয়।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘কাজ করতে গেলে কিছু সেক্রিফাইস করতেই হবে। আমরা নতুন করে গাছ লাগাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত