Ajker Patrika

চুয়াডাঙ্গায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৮: ১৭
চুয়াডাঙ্গায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাত নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার সর্বোচ্চ ৪৭.১৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ২৯৩ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ১১৬ জন, আলমডাঙ্গার ৩৯১ জন, দামুড়হুদায় ৫৫৮ জন ও জীবননগরে ২৬৪ জন।

জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য চার উপজেলা থেকে ১২১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। পূর্বের জমাকৃত নমুনাসহ মোট ১০৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৫০ জনের করোনা ফলাফল পজিটিভ আসে, বাকি ৫৬টি নমুনার ফলাফল নেগেটিভ। এতে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ৪৭.১৬ শতাংশে।

এদিন জেলায় করোনা থেকে সদর উপজেলার একজন ও আলমডাঙ্গার দুইজনসহ নতুন তিনজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৯৬ জন, আলমডাঙ্গার ৩৪৫, দামুড়হুদার ৩৫১ ও জীবননগরে ১৯৭ জন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হোম ও হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১১ হাজার ১১৯ টি, প্রাপ্ত ফলাফল ১০ হাজার ৭৬৯ টি, পজিটিভ ২ হাজার ২৯৩ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা ৩৬৯ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ৯১ জন, আলমডাঙ্গায় ২৮ জন, দামুড়হুদায় ১৮৭ জন ও জীবননগরে ৬৩ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৩৩৪ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭৯ জন, আলমডাঙ্গায় ২৪ জন, দামুড়হুদায় ১৬৯ জন ও জীবননগরে ৬২ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ১১ জন, আলমডাঙ্গার ৩ জন, দামুড়হুদার ২৬ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ৩১ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭১ জনের। এর মধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৭ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে চিকিৎসাধীন রয়েছে অন্য ৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত