Ajker Patrika

কটকা ট্র্যাজেডি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

খুবি প্রতিনিধি 
আজ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবসে ক্যালো ব্যাজ ধারণ করে শিক্ষক-শিক্ষার্থীদের শোক র‍্যালি বের করা হয়। ছবি: আজকের পত্রিকা
আজ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবসে ক্যালো ব্যাজ ধারণ করে শিক্ষক-শিক্ষার্থীদের শোক র‍্যালি বের করা হয়। ছবি: আজকের পত্রিকা

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। কটকা ট্র্যাজেডি স্মরণে আজ বৃহস্পতিবার শোক র‍্যালি, শ্রদ্ধা নিবেদন, শোকসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

২০০৪ সালের ১৩ মার্চ সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন, বুয়েটের ২ জনসহ মোট ১১ ছাত্র-ছাত্রী সমুদ্রে ডুবে মারা যান। এ ঘটনা স্মরণে পরের বছর থেকে দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এ বছর শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শোকাবহে সাজানো হয়।

বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে কালো ব্যাজ ধারণ করে উপাচার্য ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে শোক র‍্যালি বের করা হয়। এরপর কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন, প্রভোস্ট কাউন্সিল, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেওয়া হয়। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া এতিমদের সঙ্গে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত