Ajker Patrika

যশোরে র‍্যাবের অভিযানে ৩০ ককটেলসহ পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার 

যশোর ও বেনাপোল প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬: ৪২
যশোরে র‍্যাবের অভিযানে ৩০ ককটেলসহ পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার 

যশোর শহর ও বেনাপোলে পৃথক অভিযানে ৩০ ককটেল ও একটি পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। 

আজ মঙ্গলবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, জনগণের জানমালের ক্ষতি ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির জন্য জেলার বিভিন্ন এলাকায় ককটেল বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সোমবার রাতে শহরের বেজপাড়া, চোকদারপাড়া ও আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বাজারের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল ও একটি পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার করা হয়। 

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর অপর একটি দল বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতিভর্তি ২১টি ককটেল উদ্ধার করে। 

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে উদ্ধার করা ককটেলগুলো একত্রিত করা হয়েছিল। ককটেল মজুতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত