Ajker Patrika

সাতক্ষীরার সাবেক সাংসদ বিএম নজরুলের মৃত্যু

কলারোয়া প্রতিনিধি (সাতক্ষীরা)
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৮: ১৪
সাতক্ষীরার সাবেক সাংসদ বিএম নজরুলের মৃত্যু

সাবেক সাংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বিএম নজরুল ইসলাম মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি ঢাকা স্পেশালাইডজ হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কলারোয়া উপজেলার রায়টা গ্রামের মরহুম রাজাউল্লাহর ছেলে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া তিনি সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম বলেন, বিএম নজরুল ইসলাম মৃত্যুকালে ৪ মেয়ে ১ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই এলাকার মধ্যে তিনি আওয়ামী লীগের একজন অন্যতম সাংগঠনিক প্রবীণ নেতা ছিলেন। কয়েক মাস আগে হার্ট জনিত রোগের সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। সম্প্রতি বাংলাদেশের রাজধানী শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ৩ দিন যাবৎ ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ তিনি সেখানে মারা যান। 

পরিবার সূত্রে জানা যায়, মৃতদেহ ঢাকা থেকে আজ রাতের মধ্যে কলারোয়ায় তাঁর পরিবারের নিকট এসে পৌঁছাবে। আগামীকাল শুক্রবার সকাল ৮টার সময় কলারোয়া পৌর সদরের সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে গার্ড অব অনার প্রদান ও জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত