Ajker Patrika

লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২: ৪৪
Thumbnail image

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগে নেতাকে ৫০০ ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জিয়া চৌধুরী (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এ তথ্য জানিয়েছেন।

ভুক্তভোগী মো. আরজ আলী ওরফে লিচু কাজী ইতনা ইউনিয়ন পাংখারচর গ্রামের বাসিন্দা এবং ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দিনু মোল্লার দোকানের সামনে পৌঁছালে চরদৌলতপুর গ্রামের জিয়া চৌধুরী তাঁকে ডেকে বসান। এ সময় কৌশলে পাঞ্জাবির পকেটে জিয়া একটি প্যাকেট ঢোকাতে গেলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইয়াবার প্যাকেটটি পকেটে ঢুকিয়ে জিয়া চলে যান। পরে পুলিশ লিচু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা লিচু কাজীর ইয়াবা সম্পৃক্ততা নিয়ে সন্দেহ হলে এর সত্যতা জানতে মাঠে নামে লোহাগড়া থানা-পুলিশের একটি দল। অভিযান চালিয়ে ডিক্রিরচর গ্রামের জাহিদ চৌধুরীর বাড়ি থেকে জিয়াকে আটক করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় থানা হেফাজত থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতা কাজী আরজ আলী ওরফে লিচু কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় করতে সুপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আমি অভিযোগ থেকে মুক্তি পেয়েছি।’ এ ঘটনার সঙ্গে জড়িত জিয়াসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, মাদকবিরোধী অভিযানে জিয়া চৌধুরী নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত