Ajker Patrika

‘সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই’

নড়াইল প্রতিনিধি
‘সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই’

নড়াইলে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের সুলতান মঞ্চের পাশে রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। এ জন্য সাংস্কৃতিক চর্চা বাড়াতে সরকারকে দৃষ্টি দিতে হবে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাজেট বাড়ানো অত্যাবশ্যক।’

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কণ্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জোটের সহসভাপতি আসলাম খান লুলু, আ. ন. ম নজমুল হক, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমুল ইসলাম টুলু, ড্রামা সার্কেলের পরিচালক মুন্সি আসাদুর রহমান, চারু নীড় নড়াইলের সভাপতি নাজমুল হাসান লিজা, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিতল প্রমুখ।

সমাবেশে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দু’শতাধিক কর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত