Ajker Patrika

মনিরামপুরে মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে ইউপি সদস্যের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১২: ১৭
Thumbnail image

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম মশিয়ার রহমান (৪০)। গতকাল শুক্রবার রাতে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মশিয়ার রহমান মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের টানা দুবারের ইউপি সদস্য। তাঁর বাবার নাম আব্দুস সাত্তার গাজী। স্থানীয় রাজগঞ্জ বাজারে মশিয়ারের মোবাইল ফোনের ব্যবসা রয়েছে। 

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল ইউপি সদস্য মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মশিয়ার রহমানের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। স্বজনদের অনুরোধে লাশের ময়নাতদন্ত হচ্ছে না।’ 

চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নিহত ইউপি সদস্যর প্রতিবেশী ইমরান খান পান্না বলেন, ‘বাড়ির পাশে মশিয়ার মেম্বারের মাছের ঘের আছে। গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঘেরপাড়ের সবজি গাছে পানি দিতে যান। এরপর বৈদ্যুতিক সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে ছিটকে পড়েন তিনি।’ 

ইমরান খান পান্না আরও বলেন, ‘এ সময় মেম্বরের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন জরুরি বিভাগের চিকিৎসক মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত