Ajker Patrika

কোভিড হাসপাতাল প্রকল্পে দুর্নীতি: প্রকল্প পরিচালকসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোভিড হাসপাতাল প্রকল্পে দুর্নীতি: প্রকল্প পরিচালকসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক ডা. মো. ইকবাল কবীর এবং এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, হাসপাতালটির তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীরের প্রত্যক্ষ সহযোগিতায় অনুমোদনকারী কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন ছাড়াই মৌখিক নির্দেশে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে দিয়ে মহাখালী কোভিড-১৯ হাসপাতালের ছয়তলায় নির্মাণকাজ করা হয়। এ কাজে কোনো ওয়ার্ক অর্ডার বা নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড ইস্যু করা হয়নি।

এজাহারে আরও বলা হয়, ওই কাজের জন্য প্রতিষ্ঠানটি একটি অতিরিক্ত ব্যয়ের বিল তৈরি করে, যার পরিমাণ ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা। বিলটি হাসপাতাল পরিচালকের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। তবে নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে পরিমাপ অনুযায়ী কাজের প্রকৃত মূল্য নির্ধারিত হয় ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। ফলে ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা অতিরিক্ত দেখিয়ে আত্মসাতের চেষ্টা করা হয়।

দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, প্রকল্প পরিচালকের প্রত্যক্ষ মদদে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাইফুর রহমান সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৫১১, ১২০ (খ) ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, করোনাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২০ সালে ডা. ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। তিনি কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত দুটি প্রকল্পেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত