Ajker Patrika

শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল সহযোগীসহ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ও তাঁর ইব্রাহীম খলিল বাবু। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ও তাঁর ইব্রাহীম খলিল বাবু। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন (র‍্যাব)। এ সময় তাঁর সহযোগী ইব্রাহীম খলিল বাবুকেও (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য জানান। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার কাজীবাড়ি সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।

মোজাম্মেল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং ইব্রাহীম খলিল বাবু বাড্ডার সাতারকুলের আব্দুল খালেকের ছেলে।

গ্রেপ্তার দুজনের কাছ থেকে দুটি গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। সেই সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা জাকিউল করিম বলেন, গ্রেপ্তার মোজাম্মেল ও তাঁর সহযোগী বাবু চাঁদাবাজি ও মাদক কারবার করতেন। তাঁরা অস্ত্র ভাড়া ও কেনাবেচার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছেন তাঁরা।

জাকিউল করিম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে।

জাকিউল করিম আরও বলেন, রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজীবাড়ি এবং রূপগঞ্জের নাওড়া এলাকায় মোজাম্মেল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

জাকিউল করিম বলেন, বাড্ডার বেরাইদ ব্রিজ হয়ে মোটরসাইকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভেতর দিয়ে মাদক কারবারের উদ্দেশে কাজীবাড়ির দিকে যাচ্ছিল শীর্ষ সন্ত্রাসী ও তাঁর সহযোগী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত