Ajker Patrika

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
বাবার মৃত্যুতে ভেঙে পড়েন মনির খান। ছবি: আজকের পত্রিকা
বাবার মৃত্যুতে ভেঙে পড়েন মনির খান। ছবি: আজকের পত্রিকা

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তাঁর বাবার জানাজায় নিজের আইফোন হারিয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তাঁর বাবা মো. মাহবুব আলী খানের (১০১) জানাজা হয়। বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

মনির খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। জানাজা থেকে কোনো অসাধু লোক আমার ফোনটা চুরি করে নেবে, এই চিন্তা মাথায় ছিল না। একই সঙ্গে আমার ছেলের মোবাইলও চুরি হয়েছে। আমার গ্রামীণফোনের সিমটা অনেক পুরোনো। আমি এখন পর্যন্ত ফোন দুটি উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালাইনি। তবে কিছু জায়গায় ইনফরমেশন দিয়েছি।’

মনির খান আরও বলেন, ‘দেশবাসীকে বলব, আমার চুরি যাওয়া নম্বর থেকে ফোন করে কোনো অর্থ চাওয়া হলে বা কোনো অসৎ কাজে ফোন করা হলে সবাই যেন সতর্ক থাকবেন। মোবাইল ফোন উদ্ধার হলে আপনাদের জানাব।’

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

এলাকার খবর
Loading...