Ajker Patrika

ঝালকাঠিতে রাজমিস্ত্রি হত্যার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ১৪
রাজমিস্ত্রি আবুল বাসার হাওলাদার হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রাজমিস্ত্রি আবুল বাসার হাওলাদার হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিস্ত্রি আবুল বাসার হাওলাদার (৫০) হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসানের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নিহত আবুল বাসারের মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগম, ছেলে আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তারসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা জানান, প্রধান আসামি নাজমুল হাসান কয়েক দিন ধরে আবুল বাসারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। আবুল বাসার টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমুল হুমকি দেন, ‘নতুন ঘর তুলছ, তিন ভাই বিদেশে থাকে, তোমার জন্য এটা কোনো ব্যাপার না। টাকা না দিলে মেরে ফেলব।’

এ ছাড়া কয়েক দিন আগে আবুল বাসার বাজারে ওষুধ কিনতে গেলে আসামিরা তাঁকে বিএনপির কর্মসূচিতে যেতে নিষেধ করেন এবং বাড়ি ফিরে যেতে বলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাজমুল ও তাঁর সহযোগীরা আবুল বাসারকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন থেকে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

রাজমিস্ত্রি আবুল বাসার হাওলাদার হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রাজমিস্ত্রি আবুল বাসার হাওলাদার হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গত ৩ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আসমা বেগম রাজাপুর থানায় নাজমুলসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বর্তমানে মামলার তদন্ত এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, প্রধান আসামি নাজমুল হাসানকে র‍্যাব গতকাল মঙ্গলবার জীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ বুধবার থানায় হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...