Ajker Patrika

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের ১২ টিতেই বিএনপির জয়

জামালপুর প্রতিনিধি 
জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী সভাপতি মো. গোলাম নবী ও সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু। ছবি: সংগৃহীত
জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী সভাপতি মো. গোলাম নবী ও সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু। ছবি: সংগৃহীত

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপিপন্থী প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপর দুই পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীরা। একটি গণতন্ত্র মঞ্চের প্রার্থী।

গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে দিবাগত রাত ১টার দিকে ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট নেওয়া হয়।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মো. গোলাম নবী (বিএনপিপন্থী)। তিনি ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ১৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন একই প্যানেলের রিশাদ রেজওয়ান বাবু। সহসভাপতি হয়েছেন মো. আব্দুল আওয়াল ও মো. জামিল হাসান তাপস, সহসাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. আব্দুল্ল্যাহ আল মতি ও মো. মোবারক হোসেন, অডিট বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম রাজু, পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শামীমা তাসনিম সাথী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম মোহন, নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন মো. শাহাজাদা মিয়া সুমন, আল আমীন, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাহমুদা আক্তার স্বপ্না, আছিমুল ইসলাম (জামায়াতপন্থী) ও আজাদী হাসান মামুন (গণতন্ত্র মঞ্চ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত