ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে একটি সেতু নির্মাণের এক বছরের বেশি সময় পার হলেও নেই কোনো সংযোগ সড়ক। উপজেলার কাচিহারা গ্রামে আলাই খালের ওপর সেতুটি নির্মাণ করেছে ইসলামপুর পৌর কর্তৃপক্ষ। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত সংযোগ রাস্তা নির্মাণ করে সেতুটি ব্যবহার করতে এলাকাবাসীদের সুযোগ করে দেয়।
ইসলামপুর পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ১০ ফুট দীর্ঘ এবং ৫ ফুট প্রস্থ সেতুটি নির্মাণ করা হয়। কাজ পায় কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণে ব্যয় হয় ৩৭ লাখ ২১ হাজার ১৭০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সেতুর কাজ শেষ হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কাচিহারা গ্রামটি। এর পূর্ব পাশে আলাই নাম একটি খাল রয়েছে। খালটির পূর্ব পাড়ে পৌর এলাকার একটি বাড়ি। আর পশ্চিম পাড়ে কয়েক হাজার মানুষের বসবাস হলেও এলাকাটি ইসলামপুর সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত। পাশেই দুইটি পাকা সড়ক। রয়েছে বড় একটি সেতুও। ওই সেতুর পাশেই খালটির মধ্যে রয়েছে একটি সেতু।
স্থানীয় কৃষক আলী আকবর, সুজা মিয়া, হেলাল, সুজন মিয়া বলেন, দীর্ঘদিনেও সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি কাজে আসছে না।
ইসলামপুর পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাইদ বলেন, ‘সেতু নির্মাণের পর দুই পাশে সংযোগ রাস্তার জন্য মাটি কাটা হয়েছিল। কিন্তু বন্যায় মাটি ধুয়ে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, ‘সংযোগ রাস্তাবিহীন সেতু নির্মাণের বিষয়টি আমার জানা নেই।’
জামালপুরের ইসলামপুরে একটি সেতু নির্মাণের এক বছরের বেশি সময় পার হলেও নেই কোনো সংযোগ সড়ক। উপজেলার কাচিহারা গ্রামে আলাই খালের ওপর সেতুটি নির্মাণ করেছে ইসলামপুর পৌর কর্তৃপক্ষ। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত সংযোগ রাস্তা নির্মাণ করে সেতুটি ব্যবহার করতে এলাকাবাসীদের সুযোগ করে দেয়।
ইসলামপুর পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ১০ ফুট দীর্ঘ এবং ৫ ফুট প্রস্থ সেতুটি নির্মাণ করা হয়। কাজ পায় কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণে ব্যয় হয় ৩৭ লাখ ২১ হাজার ১৭০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সেতুর কাজ শেষ হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কাচিহারা গ্রামটি। এর পূর্ব পাশে আলাই নাম একটি খাল রয়েছে। খালটির পূর্ব পাড়ে পৌর এলাকার একটি বাড়ি। আর পশ্চিম পাড়ে কয়েক হাজার মানুষের বসবাস হলেও এলাকাটি ইসলামপুর সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত। পাশেই দুইটি পাকা সড়ক। রয়েছে বড় একটি সেতুও। ওই সেতুর পাশেই খালটির মধ্যে রয়েছে একটি সেতু।
স্থানীয় কৃষক আলী আকবর, সুজা মিয়া, হেলাল, সুজন মিয়া বলেন, দীর্ঘদিনেও সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি কাজে আসছে না।
ইসলামপুর পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাইদ বলেন, ‘সেতু নির্মাণের পর দুই পাশে সংযোগ রাস্তার জন্য মাটি কাটা হয়েছিল। কিন্তু বন্যায় মাটি ধুয়ে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, ‘সংযোগ রাস্তাবিহীন সেতু নির্মাণের বিষয়টি আমার জানা নেই।’
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
২ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে