Ajker Patrika

১৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার ভোররাত ৪টার দিকে লাইন ঠিক হওয়ার পর দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল রুটে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তার পর থেকে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলরুটে গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। গেল রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি গতকাল বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে। আজ ভোর ৪টার পর উদ্ধার ও রেলরুটের মেরামতকাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত