শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক নারীর লাশ দাফনের জন্য কবর খনন করতে গিয়ে স্বজনেরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হন। প্রতিপক্ষের হামলা আর বাধার মুখে সাড়ে চার ঘণ্টা পর লাশ অন্যত্র দাফন করা হয়।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চরদমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নারী হালিমা বেগম (৬৫) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চরদমদমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিনের স্ত্রী।
আহত চারজন হলেন বিউটি আক্তার (৩৪), সোহেল রানা (২৩), জুয়েল (২২), আজিম উদ্দিন (৩৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
মৃত নারীর ভাতিজা সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সকালে আমার চাচি হালিমা বেগম বার্ধক্যের কারণে মারা যান। লাশ দাফনের জন্য বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে কবর খনন করতে যাই। এ সময় প্রতিপক্ষের গিয়াস উদ্দিন, ইসব আলী ও শরাফত আলীর নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে এসে কবর খননে বাধা দেয়। আমরা কবর খনন করতে গেলে ওরা আমাদের মারধর শুরু করে। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছে।’
সাখাওয়াত বলেন, যে কবরস্থানের জমি ওরা দাবি করছে, সেখান দাদাসহ পূর্বপুরুষদের দাফন করা হয়েছে। অথচ আজ চাচিকে দাফন করতে দিল না। বিকেল ৪টায় জানাজার সময় ছিল। কিন্তু কবরস্থান নিয়ে বিরোধের কারণে শেষ পর্যন্ত রাত সাড়ে আটটায় জানাজা শেষে লাশ অন্যত্র দাফন করতে হয়।
অভিযুক্ত গিয়াস উদ্দিন বলেন, ‘যেখানে লাশ দাফন করতে চায়, সেটা আমাদের জমি। আমাদের জমিতে লাশ দাফন করতে বাধা দিয়েছি। আমরা কাউকে মারধর করিনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
গাজীপুরের শ্রীপুরে এক নারীর লাশ দাফনের জন্য কবর খনন করতে গিয়ে স্বজনেরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হন। প্রতিপক্ষের হামলা আর বাধার মুখে সাড়ে চার ঘণ্টা পর লাশ অন্যত্র দাফন করা হয়।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চরদমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নারী হালিমা বেগম (৬৫) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চরদমদমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিনের স্ত্রী।
আহত চারজন হলেন বিউটি আক্তার (৩৪), সোহেল রানা (২৩), জুয়েল (২২), আজিম উদ্দিন (৩৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
মৃত নারীর ভাতিজা সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সকালে আমার চাচি হালিমা বেগম বার্ধক্যের কারণে মারা যান। লাশ দাফনের জন্য বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে কবর খনন করতে যাই। এ সময় প্রতিপক্ষের গিয়াস উদ্দিন, ইসব আলী ও শরাফত আলীর নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে এসে কবর খননে বাধা দেয়। আমরা কবর খনন করতে গেলে ওরা আমাদের মারধর শুরু করে। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছে।’
সাখাওয়াত বলেন, যে কবরস্থানের জমি ওরা দাবি করছে, সেখান দাদাসহ পূর্বপুরুষদের দাফন করা হয়েছে। অথচ আজ চাচিকে দাফন করতে দিল না। বিকেল ৪টায় জানাজার সময় ছিল। কিন্তু কবরস্থান নিয়ে বিরোধের কারণে শেষ পর্যন্ত রাত সাড়ে আটটায় জানাজা শেষে লাশ অন্যত্র দাফন করতে হয়।
অভিযুক্ত গিয়াস উদ্দিন বলেন, ‘যেখানে লাশ দাফন করতে চায়, সেটা আমাদের জমি। আমাদের জমিতে লাশ দাফন করতে বাধা দিয়েছি। আমরা কাউকে মারধর করিনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
‘চাকসু থাকলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবহন ও আবাসন—এসব ইস্যুতে সরাসরি আলোচনার সুযোগ মিলবে। তাই সবাই এই নির্বাচনের অপেক্ষায়।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিলা হক। এটা শুধু তানজিলার কথা নয়। এমন ছাত্র প্রতিনিধি পাওয়ার অপেক্ষায় অনেকেই।
৩ ঘণ্টা আগেদেশের বিভিন্ন এলাকায় বৈধ-অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য রাসায়নিকের দোকান ও গুদাম। মাঝেমধ্যেই এসব স্থানে আগুন লাগে, ঘটে প্রাণহানি। ফায়ার ফাইটাররা সাধারণ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের আগুন নেভাতে গিয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় তাঁদের।
৩ ঘণ্টা আগেরোজকার মতো গতকাল মঙ্গলবারও তাঁরা পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন। আগুনে কারখানাতেই নিভে গেল তাঁদের জীবনপ্রদীপ। সন্ধ্যা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গুরুতর দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বল
৩ ঘণ্টা আগেহাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপু দাশ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু দাশ ওই ইউপির ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাশের ছেলে।
৩ ঘণ্টা আগে