ঢাবি প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
অবস্থান কর্মসূচিতে ৪ দফা দাবির কথা বলা হয়। দাবিগুলো হলো—আগামী ৭ জানুয়ারির প্রহসনমূলক পাতানো ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে; সকল দলের অংশগ্রহণে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে মহান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে একটি টেকসই ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে হবে; সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের অন্যান্য সকল অনুষঙ্গের সঙ্গে অ্যাকাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমা, নূমান আহমাদ চৌধুরী (সাংবাদিকতা বিভাগ) ও সাকিবুর রনি (পদার্থবিজ্ঞান বিভাগ)।
অবস্থান কর্মসূচির বিষয়ে আরমানুল হক বলেন, ‘আমরা এসব দাবিতে মৌন মানববন্ধন, নীরব পদযাত্রা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতিকে এই অচলাবস্থা থেকে পরিত্রাণে গুরু দায়িত্বভার ছাত্র সমাজের কাঁধেই তুলে নিতে হবে।’
উল্লেখ্য, আরমানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের (গণসংহতি) আহ্বায়ক, উমামা ফাতেমা সদস্যসচিব এবং সাকির রনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জালাল আহমেদ একটি পত্রিকার সংবাদকর্মী হিসেবে রয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
অবস্থান কর্মসূচিতে ৪ দফা দাবির কথা বলা হয়। দাবিগুলো হলো—আগামী ৭ জানুয়ারির প্রহসনমূলক পাতানো ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে; সকল দলের অংশগ্রহণে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে মহান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে একটি টেকসই ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে হবে; সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের অন্যান্য সকল অনুষঙ্গের সঙ্গে অ্যাকাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমা, নূমান আহমাদ চৌধুরী (সাংবাদিকতা বিভাগ) ও সাকিবুর রনি (পদার্থবিজ্ঞান বিভাগ)।
অবস্থান কর্মসূচির বিষয়ে আরমানুল হক বলেন, ‘আমরা এসব দাবিতে মৌন মানববন্ধন, নীরব পদযাত্রা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতিকে এই অচলাবস্থা থেকে পরিত্রাণে গুরু দায়িত্বভার ছাত্র সমাজের কাঁধেই তুলে নিতে হবে।’
উল্লেখ্য, আরমানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের (গণসংহতি) আহ্বায়ক, উমামা ফাতেমা সদস্যসচিব এবং সাকির রনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জালাল আহমেদ একটি পত্রিকার সংবাদকর্মী হিসেবে রয়েছেন।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৬ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
১২ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
৩২ মিনিট আগে