নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের নতুন এ ধরন পাওয়া গেছে। এ নিয়ে দেশে ওমিক্রনে মোট শনাক্ত করা গিয়েছে ৫৫ জনকে। নতুন শনাক্তরা সবাই ঢাকার বাসিন্দা।
রোববার (১৬ জানুয়ারি) রাতে করোনার বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) এ ২২ জনের নমুনা সংগ্রহ করেছে।
জিআইএসএআইডির তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন পুরুষ, ৯ জন নারী। তবে মোট শনাক্ত হওয়াদের অধিকাংশ নারী (৩০ জন)।
নতুন করে ওমিক্রনে সংক্রমিতদের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। তবে আগে শনাক্ত হওয়াদের মধ্যে ১৮ জনই রাজধানীর মহাখালীর বাসিন্দা। এ ছাড়া বাসাবোর ৬ জন, উত্তরার ৪ জন, চানখারপুলে ৪ জন এবং যশোরের তিনজন।
এর আগে গত ১০ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের মাধ্যমে দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। বর্তমানে তাঁরা সুস্থ। ওমিক্রনে শনাক্তের সংখ্যা বাড়লেও এখনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৩০ টির বেশি দেশে ছড়িয়েছে ওমিক্রন। বাংলাদেশেও বর্তমানে করোনায় শনাক্তদের ১৫ থেকে ২০ শতাংশ এই ধরনের শিকার। গত ১২ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) শুরু হয়েছে। এই মুহূর্তে ১৫ থেকে ২০ শতাংশ রোগীই ওমিক্রনে শনাক্ত। এ জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কর্মক্ষেত্রে মাস্ক পরা, সভা-সমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, করোনার ঊর্ধ্বমুখী গতি ও ওমিক্রনের সংক্রমণ রোধে ১১ দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। যেখানে সভা-সমাবেশ কিছুটা এড়ানো গেলেও পর্যটনকেন্দ্রে ভিড়, হাট-বাজার ও গণপরিবহনে মাস্ক নিশ্চিত করা যায়নি। আর স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতাতো আছেই।
দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের নতুন এ ধরন পাওয়া গেছে। এ নিয়ে দেশে ওমিক্রনে মোট শনাক্ত করা গিয়েছে ৫৫ জনকে। নতুন শনাক্তরা সবাই ঢাকার বাসিন্দা।
রোববার (১৬ জানুয়ারি) রাতে করোনার বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) এ ২২ জনের নমুনা সংগ্রহ করেছে।
জিআইএসএআইডির তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন পুরুষ, ৯ জন নারী। তবে মোট শনাক্ত হওয়াদের অধিকাংশ নারী (৩০ জন)।
নতুন করে ওমিক্রনে সংক্রমিতদের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। তবে আগে শনাক্ত হওয়াদের মধ্যে ১৮ জনই রাজধানীর মহাখালীর বাসিন্দা। এ ছাড়া বাসাবোর ৬ জন, উত্তরার ৪ জন, চানখারপুলে ৪ জন এবং যশোরের তিনজন।
এর আগে গত ১০ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের মাধ্যমে দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। বর্তমানে তাঁরা সুস্থ। ওমিক্রনে শনাক্তের সংখ্যা বাড়লেও এখনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৩০ টির বেশি দেশে ছড়িয়েছে ওমিক্রন। বাংলাদেশেও বর্তমানে করোনায় শনাক্তদের ১৫ থেকে ২০ শতাংশ এই ধরনের শিকার। গত ১২ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) শুরু হয়েছে। এই মুহূর্তে ১৫ থেকে ২০ শতাংশ রোগীই ওমিক্রনে শনাক্ত। এ জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কর্মক্ষেত্রে মাস্ক পরা, সভা-সমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, করোনার ঊর্ধ্বমুখী গতি ও ওমিক্রনের সংক্রমণ রোধে ১১ দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। যেখানে সভা-সমাবেশ কিছুটা এড়ানো গেলেও পর্যটনকেন্দ্রে ভিড়, হাট-বাজার ও গণপরিবহনে মাস্ক নিশ্চিত করা যায়নি। আর স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতাতো আছেই।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩১ মিনিট আগে