Ajker Patrika

রাজবাড়ীতে ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৮
রাজবাড়ীতে ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানা আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী রুমানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার দিন আগে রুমানার জ্বর আসে। গত বুধবার সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তখন তাঁর রক্তের প্লাটিলেট ছিল ৮১ হাজার। দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সামসুল আরেফিন আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে রক্তের প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকের পরামর্শে রুমানাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে রুমানা মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত