Ajker Patrika

‘ভালো কাজের ভালোবাসা আগে বুঝিনি’

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০: ৩৩
‘ভালো কাজের ভালোবাসা আগে বুঝিনি’

একজন দোকান কর্মচারী, অন্যজন বেকার। এমন দুই যুবক কুড়িয়ে পেয়েছিলেন ২ লাখ ৩৭ হাজার টাকা। পরের টাকা ভাগ করে না নিয়ে বরং খুঁজে খুঁজে যাঁর টাকা তাঁকে ফিরিয়ে দিয়েছেন। বিনিময়ে পেয়েছেন মানুষের ভালোবাসা।

সততার দৃষ্টান্ত স্থাপন করা এ দুই যুবকের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। এর মধ্যে বানিয়াজুরীর (গিলন্ড) গ্রামের মো. তুষার মানিকগঞ্জের একটি ইলেকট্রনিকস শোরুমের কর্মচারী। আর বাগ বানিয়াজুরী গ্রামের জগৎ জীবন কর্মকার বেকার যুবক।

হারানো টাকার মালিক মো. রেজাউল করিম মানিকগঞ্জের মূলজান এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের কাজের ঠিকাদার। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলার হরিদেবপুর গ্রামে। কাজের সুবাদে তিনি মানিকগঞ্জে থাকেন।

টাকা কুড়িয়ে পাওয়া ও ফেরত দেওয়ার গল্প শোনালেন মো. তুষার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে কাজ শেষে মানিকগঞ্জ থেকে বাড়ির উদ্দেশে গাড়িতে উঠেছিলাম। পথে কয়েকজন যাত্রী ওঠানামা করেন। আমি গাড়ি থেকে নামার সময় দেখি একটি শপিং ব্যাগ পড়ে রয়েছে। গাড়িতে আর কোনো যাত্রী নেই। তখন আমি ও আমার এলাকার জগৎ জীবন শপিং ব্যাগ খুলে দেখি টাকার কয়েকটি বান্ডিল। টাকাগুলো নিয়ে বানিয়াজুরীর বারাঠা উত্তরণ সংঘের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন তপুর কাছে যাই এবং টাকার মালিককে খুঁজে এই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ করি। এরপর আমরা তিনজন মিলে স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে টাকাগুলো জমা দিই।’

তুষার আরও বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা প্রাপ্তিসংক্রান্ত স্ট্যাটাস দিই। সোমবার রাতে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকার মালিককে টাকা ফেরত দেওয়া হয়েছে। ভালো কাজ করে যে এত আনন্দ আর ভালোবাসা পাওয়া যায়, তা আগে বুঝিনি।’ 

জগৎ জীবন বলেন, ‘প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরে খুব ভালো লাগছে।’

আর টাকা ফিরে পাওয়া ঠিকাদার রেজাউল করিম বলেন, ‘পকেট থেকে টাকার ব্যান্ডেলগুলো অসাবধানতাবশত পড়ে যায়। পরে সড়ক ও আশপাশে অনেক খোঁজাখুঁজির পরও টাকা না পেয়ে বাড়ি ফিরি। টাকার আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ফেসবুকে ও লোকমুখে খোঁজ পাওয়ার পর টাকাগুলো ফিরে পেলাম। এই যুগে হারানোর পর এতগুলো টাকা ফেরত পেয়ে সত্যিই অনেক আনন্দিত। তাঁরা যে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ তাঁদের অনেক ভালো করবেন।’

ইউপি চেয়ারম্যান আনসারী বিল্টু বলেন, দরিদ্র হলেও তাঁরা টাকার প্রতি লোভ করেননি। সততার এমন নজির বর্তমানে বিরল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত