Ajker Patrika

স্মার্ট বাংলাদেশ হবে চুরি-ডাকাতির দেশ: রিপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২১: ৩৩
স্মার্ট বাংলাদেশ হবে চুরি-ডাকাতির দেশ: রিপন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ঢাকায় এক ব্যক্তি মেয়র হতে চেয়েছিলেন। তিনি একটি সাইনবোর্ড লাগালেন আর নিচে লিখলেন, আমাকে জানতে ওয়েবসাইটে ক্লিক করুন। মানুষ বলে, আপনাকে জানতে ক্লিক করব কী, আমরা জানি, আপনি ভূমিদস্যু। সরকার ডিজিটাল বাংলাদেশ বলে দেশকে ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ কী হবে, সেটা আমরা বুঝি। স্মার্ট বাংলাদেশ হবে চুরি-ডাকাতির দেশ।’ 

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তনে ‘বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় রিপন এই মন্তব্য করেন। 

ড. রিপন বলেন, ‘প্রতি মাসে ২৮ হাজার কোটি টাকা লোপাট হয়। সরকার চুরি না করলে বাংলাদেশ প্রতি মাসে একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব। তা-ও শুধু বিদ্যুৎ খাতের টাকা দিয়ে। গত নভেম্বরে দুই সপ্তাহে তিনটি ব্যাংক থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। তারা কোটি কোটি টাকা নিয়ে গেল। সরকার খোঁজ নেয় না। হাইকোর্টকে বলতে হলো, দ্রুত এদের খুঁজে বের করো। এমন সরকার ক্ষমতায় থাকলে এই দেশ ভয়াবহ অবস্থায় দাঁড়াবে। দেশে গুম, খুন, চাঁদাবাজি হচ্ছে। পুরো অসহনীয় অবস্থা বিরাজ করছে। চাঁদাবাজ লুটেরাদের দখলে চলে গেছে দেশ।’ 

রিপন আরও বলেন, ‘ভারতের কলকাতায় এখন আর ট্রাফিক পুলিশ হাত দিয়ে গাড়ি থামায় না। অথচ আমাদের অবস্থা দেখুন, আমরা নাকি ডিজিটাল হয়ে গেছি? এই দেশে সার্জেন্টদের দৌড়ে সামনে এসে গাড়ি থামাতে হয়। যারা এত বছরে দেশটাকে ডিজিটালই করতে পারল না, তারা নাকি স্মার্ট বাংলাদেশ গড়বে। পৃথিবীতে তিনটি দেশে ইন্টারনেট খুব দুর্বল, বাংলাদেশ সেই তৃতীয় দেশ। আর আমাদের নাকি এখন ফাইভ-জি হচ্ছে।’ 

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবির, ফাতেহ মো. রেজা রিপন, আনোয়ার হোসেন অনু, এম এইচ মামুন, রফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত