Ajker Patrika

উচ্চ আদালতের রায় জালিয়াতি, মাদারীপুর থেকে শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
উচ্চ আদালতের রায় জালিয়াতি, মাদারীপুর থেকে শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

উচ্চ আদালতের রায় জালিয়াতির মামলায় মাদারীপুরের শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার শাহবাগ থানা–পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শিবচর থানা–পুলিশের সহায়তায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল মোমেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১৫ এপ্রিল উচ্চ আদালতের একটি রায় জালিয়াতির অভিযোগে কোর্ট কিপার ইউনুস খান বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত শাহবাগ থানায় মামলা নথিভুক্তের আদেশ দেন। মামলার অভিযোগে শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম পেনাল কোডের ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় ফৌজদারি অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। 

জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মুন্সী বদর উদ্দিন আহমেদের ছেলে। তিনি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় গ্রেপ্তার হন। রাতেই তাকে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্টের একটি রায় জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত