ছেলেকে নাতি পিটিয়ে হত্যা করেছেন, এ জন্য মো. তমিজ উদ্দিনের মনে কোনো ক্ষোভ বা দুঃখ নেই। তাঁর একটাই কষ্ট—ছেলেকে পিটিয়ে মেরে ফেলার জন্য নাতিকে কারাগারে যেতে হচ্ছে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ তমিজ উদ্দিনের চাওয়া, আল্লাহ যেন এমন সন্তানের বাবা কোনো মানুষকে না করেন।
ছেলের মৃত্যুর পর আজ শুক্রবার গণমাধ্যমকর্মীদের কাছে এমন অনুভূতি প্রকাশ করেন এই বৃদ্ধ। জানা গেছে, নেশার টাকার জন্য তমিজকে তাঁর ছেলে চাপ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তমিজের এক নাতি পিটিয়ে হত্যা করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম সজীব আহমেদ (৩২)। তিনি মো. তমিজ উদ্দিনের ছেলে। পিটিয়ে হত্যার অভিযোগে আটক যুবকের নাম মো. সৈকত আহমেদ (১৮)। সজীব অভিযুক্ত সৈকতের চাচা। পুলিশ সৈকতকে আটক করেছে। তিনি একটি কলেজের শিক্ষার্থী।
নিহত ব্যক্তির বাবা তমিজ উদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে একটি অচেনা মোবাইল ফোন নম্বর থেকে কল করে আমার ছেলে সজীব। এ সময় সে মন্দ ভাষায় উচ্চ স্বরে বলে, এক ঘণ্টার মধ্যে ২০ হাজার টাকা লাগবে। না দিলে বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেবে। এক ঘণ্টা পর টাকা না পেলে সে বাড়িতে আসবে। এর কিছুক্ষণ পর সে আবার কল করে অকথ্য ভাষায় গালাগাল করে; যা বাবা হিসেবে মুখে বলতে পারছি না। ভয় পেয়ে বিষয়টি আমি নাতি সৈকতকে জানাই। বিষয়টি শুনে সৈকত গিয়ে পাশের বাড়ি থেকে সজীবকে ধরে এনে মারধর করে। একপর্যায়ে সজীব মারা যায়।’
তমিজ উদ্দিন বলেন, ‘ছেলে যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন তাঁকে ফেরাতে অনেক চেষ্টা করেছি। তাঁকে ফেরাতে না পেরে পাশের সাটিয়াবাড়ী গ্রামে নতুন বসতবাড়ি করে দিই। সে বসতবাড়ি বিক্রি করে নেশা করে শেষ করছে। তার মাদকাসক্তের মাত্রা চরম পর্যায়ে চলে যায়। সজীবের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে তাঁর স্ত্রী একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়।’
ছেলেকে হত্যার ঘটনায় নাতি সৈকতকে পুলিশ আটক করেছে জানিয়ে তমিজ উদ্দিন বলেন, ‘আমার একটাই কষ্ট, একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে। সে ছেলেকে পিটিয়ে মেরেছে, এ জন্য কোনো আফসোস নেই। এমন সন্তানের বাবা কোনো মানুষকে আল্লাহ যেন না করেন।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, ‘সজীবকে নিয়ে তাঁর পরিবার খুবই সমস্যায় ছিল। নেশার টাকার জন্য বাবা, ভাইকেও মারধর করতেন তিনি। তাঁর জন্য সব সময় পারিবারিক কলহ লেগে থাকত। মাদকাসক্ত হয়ে বাবার অনেক জমি ও অর্থ নষ্ট করে পরিবারকে নিঃস্ব করে দিয়েছেন সজীব। নেশার টাকার জন্য বাবাকে হুমকি দিলে ভাতিজা ক্ষিপ্ত হয়ে মারধর করলে রাতেই তাঁর মৃত্যু হয়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল থেকে সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
ছেলেকে নাতি পিটিয়ে হত্যা করেছেন, এ জন্য মো. তমিজ উদ্দিনের মনে কোনো ক্ষোভ বা দুঃখ নেই। তাঁর একটাই কষ্ট—ছেলেকে পিটিয়ে মেরে ফেলার জন্য নাতিকে কারাগারে যেতে হচ্ছে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ তমিজ উদ্দিনের চাওয়া, আল্লাহ যেন এমন সন্তানের বাবা কোনো মানুষকে না করেন।
ছেলের মৃত্যুর পর আজ শুক্রবার গণমাধ্যমকর্মীদের কাছে এমন অনুভূতি প্রকাশ করেন এই বৃদ্ধ। জানা গেছে, নেশার টাকার জন্য তমিজকে তাঁর ছেলে চাপ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তমিজের এক নাতি পিটিয়ে হত্যা করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম সজীব আহমেদ (৩২)। তিনি মো. তমিজ উদ্দিনের ছেলে। পিটিয়ে হত্যার অভিযোগে আটক যুবকের নাম মো. সৈকত আহমেদ (১৮)। সজীব অভিযুক্ত সৈকতের চাচা। পুলিশ সৈকতকে আটক করেছে। তিনি একটি কলেজের শিক্ষার্থী।
নিহত ব্যক্তির বাবা তমিজ উদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে একটি অচেনা মোবাইল ফোন নম্বর থেকে কল করে আমার ছেলে সজীব। এ সময় সে মন্দ ভাষায় উচ্চ স্বরে বলে, এক ঘণ্টার মধ্যে ২০ হাজার টাকা লাগবে। না দিলে বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেবে। এক ঘণ্টা পর টাকা না পেলে সে বাড়িতে আসবে। এর কিছুক্ষণ পর সে আবার কল করে অকথ্য ভাষায় গালাগাল করে; যা বাবা হিসেবে মুখে বলতে পারছি না। ভয় পেয়ে বিষয়টি আমি নাতি সৈকতকে জানাই। বিষয়টি শুনে সৈকত গিয়ে পাশের বাড়ি থেকে সজীবকে ধরে এনে মারধর করে। একপর্যায়ে সজীব মারা যায়।’
তমিজ উদ্দিন বলেন, ‘ছেলে যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন তাঁকে ফেরাতে অনেক চেষ্টা করেছি। তাঁকে ফেরাতে না পেরে পাশের সাটিয়াবাড়ী গ্রামে নতুন বসতবাড়ি করে দিই। সে বসতবাড়ি বিক্রি করে নেশা করে শেষ করছে। তার মাদকাসক্তের মাত্রা চরম পর্যায়ে চলে যায়। সজীবের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে তাঁর স্ত্রী একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়।’
ছেলেকে হত্যার ঘটনায় নাতি সৈকতকে পুলিশ আটক করেছে জানিয়ে তমিজ উদ্দিন বলেন, ‘আমার একটাই কষ্ট, একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে। সে ছেলেকে পিটিয়ে মেরেছে, এ জন্য কোনো আফসোস নেই। এমন সন্তানের বাবা কোনো মানুষকে আল্লাহ যেন না করেন।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, ‘সজীবকে নিয়ে তাঁর পরিবার খুবই সমস্যায় ছিল। নেশার টাকার জন্য বাবা, ভাইকেও মারধর করতেন তিনি। তাঁর জন্য সব সময় পারিবারিক কলহ লেগে থাকত। মাদকাসক্ত হয়ে বাবার অনেক জমি ও অর্থ নষ্ট করে পরিবারকে নিঃস্ব করে দিয়েছেন সজীব। নেশার টাকার জন্য বাবাকে হুমকি দিলে ভাতিজা ক্ষিপ্ত হয়ে মারধর করলে রাতেই তাঁর মৃত্যু হয়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল থেকে সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
রাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।
৬ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
১৫ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগেনওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
২ ঘণ্টা আগে