শরীয়তপুর প্রতিনিধি
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ রোববার কারণ দর্শানোর এই নোটিশ দেওয়া হয়। নোটিশে স্বাক্ষর করেন শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞা। নোটিশে তিন দিনের মধ্যে তাঁদের জবাব দাখিলের কথা বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন বলেন, শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আলাদা দুটি নোটিশ জারি করা হয়েছে। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
তবে গারদে পুলিশের ঘুষ নেওয়ার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেমের কাছে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনার সভাপতিত্বে অনুষ্ঠিত শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির গত ৬/০৩/ ২০২৫ খ্রিঃ তারিখের ১/২০২৫ নং কার্যনির্বাহী কমিটির সভায় আদালতের পেশকার, পিয়ন ও জিআরওদের মামলা দায়ের, দরখাস্ত ও জামিননামা দাখিল এবং গারদখানায় ওকালতনামা স্বাক্ষরের সময় উৎকোচ প্রদানের অন্যূন ও অনূর্ধ্ব হার নির্ধারণ করে একটি কার্যবিবরণী ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে।
‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বেশ কিছু সচেতন পাঠকের মাধ্যমে এই নেতিবাচক সংবাদ নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে। উক্ত সংবাদ প্রতিবেদকের জিজ্ঞাসাবাদে আপনি তর্কিত কার্যবিবরণীর সত্যতা স্বীকার করে উল্লেখ করেছেন যে, শরীয়তপুর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির তর্কিত সিদ্ধান্ত দ্বারা আপনি ঘুষ কমানোর উদ্যোগ নিয়েছেন। পরিমাণ যা–ই হোক না কেন, ঘুষ গ্রহণ ও প্রদানের যাবতীয় উদ্যোগ সমানভাবে নিন্দনীয় ও বেআইনি কাজ।
‘বিচার বিভাগ থেকে যখন সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হয়েছে, ঠিক তখন আপনার সভাপতিত্বে গৃহীত এই ধরনের বেআইনি ও নৈতিকতাবিবর্জিত অন্যূন ও অনূর্ধ্ব হারে উৎকোচ প্রদানের উদ্যোগ আইন পেশার মতো একটি মহৎ পেশাকে যেমন কলুষিত করেছে, তেমনি বিচারপ্রার্থী জনগণের নিকট বিচার বিভাগের মর্যাদাহানি ঘটিয়েছে।
‘এই পরিপ্রেক্ষিতে এহেন বেআইনি উদ্যোগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কেন আপনার পেশাগত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না, তৎমর্মে এই পত্রপ্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।’
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিচারপ্রার্থী জনতার স্বার্থরক্ষা ও আদালত থেকে সব ধরনের আর্থিক দুর্নীতি বিলোপ করার লক্ষ্যে The Code of Criminal Procedure, 1898–এর ২৫ ধারা বর্ণিত Justice of the Peace–এর ক্ষমতাবলে এই পত্র পাঠানো হলো।
সমিতির সম্পাদক কামরুল হাসানের কাছে পাঠানো কারণ দর্শানোর নোটিশে একই বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের বক্তব্য জানার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা তা রিসিভ করেননি।
তবে এ বিষয়ে গতকাল শনিবার দুপুরের দিকে কামরুল হাসান তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন হওয়ায় ভুল-বোঝাবুঝির কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ রোববার কারণ দর্শানোর এই নোটিশ দেওয়া হয়। নোটিশে স্বাক্ষর করেন শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞা। নোটিশে তিন দিনের মধ্যে তাঁদের জবাব দাখিলের কথা বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন বলেন, শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আলাদা দুটি নোটিশ জারি করা হয়েছে। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
তবে গারদে পুলিশের ঘুষ নেওয়ার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেমের কাছে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনার সভাপতিত্বে অনুষ্ঠিত শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির গত ৬/০৩/ ২০২৫ খ্রিঃ তারিখের ১/২০২৫ নং কার্যনির্বাহী কমিটির সভায় আদালতের পেশকার, পিয়ন ও জিআরওদের মামলা দায়ের, দরখাস্ত ও জামিননামা দাখিল এবং গারদখানায় ওকালতনামা স্বাক্ষরের সময় উৎকোচ প্রদানের অন্যূন ও অনূর্ধ্ব হার নির্ধারণ করে একটি কার্যবিবরণী ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে।
‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বেশ কিছু সচেতন পাঠকের মাধ্যমে এই নেতিবাচক সংবাদ নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে। উক্ত সংবাদ প্রতিবেদকের জিজ্ঞাসাবাদে আপনি তর্কিত কার্যবিবরণীর সত্যতা স্বীকার করে উল্লেখ করেছেন যে, শরীয়তপুর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির তর্কিত সিদ্ধান্ত দ্বারা আপনি ঘুষ কমানোর উদ্যোগ নিয়েছেন। পরিমাণ যা–ই হোক না কেন, ঘুষ গ্রহণ ও প্রদানের যাবতীয় উদ্যোগ সমানভাবে নিন্দনীয় ও বেআইনি কাজ।
‘বিচার বিভাগ থেকে যখন সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হয়েছে, ঠিক তখন আপনার সভাপতিত্বে গৃহীত এই ধরনের বেআইনি ও নৈতিকতাবিবর্জিত অন্যূন ও অনূর্ধ্ব হারে উৎকোচ প্রদানের উদ্যোগ আইন পেশার মতো একটি মহৎ পেশাকে যেমন কলুষিত করেছে, তেমনি বিচারপ্রার্থী জনগণের নিকট বিচার বিভাগের মর্যাদাহানি ঘটিয়েছে।
‘এই পরিপ্রেক্ষিতে এহেন বেআইনি উদ্যোগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কেন আপনার পেশাগত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না, তৎমর্মে এই পত্রপ্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।’
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিচারপ্রার্থী জনতার স্বার্থরক্ষা ও আদালত থেকে সব ধরনের আর্থিক দুর্নীতি বিলোপ করার লক্ষ্যে The Code of Criminal Procedure, 1898–এর ২৫ ধারা বর্ণিত Justice of the Peace–এর ক্ষমতাবলে এই পত্র পাঠানো হলো।
সমিতির সম্পাদক কামরুল হাসানের কাছে পাঠানো কারণ দর্শানোর নোটিশে একই বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের বক্তব্য জানার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা তা রিসিভ করেননি।
তবে এ বিষয়ে গতকাল শনিবার দুপুরের দিকে কামরুল হাসান তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন হওয়ায় ভুল-বোঝাবুঝির কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। আজ রোববার নগরীর একটি কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ মিনিট আগেবরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ এবং তার বাবা মামলার বাদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৩ মিনিট আগেঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী হেজাজ বিন আলম ওরফে এজাজের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর আগে এজাজ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ফাহিম আহম্মেদ নামে ভর্তি ছিলেন। এমনকি কাগজপত্রে তিনি তাঁর বাবার নাম-ঠিকানাও দিয়েছিলেন ভুল।
১ ঘণ্টা আগেনরসিংদীর বেলাবতে বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার বেলাব থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে